Loading..

ম্যাগাজিন

২৩ সেপ্টেম্বর, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

রবীন্দ্রনাথঃ বিশ্বাসে, অনুভবে ।। পংকজ কান্তি গোপ টিটু

রবীন্দ্রনাথ ঠাকুর; বিশ্বাসে, অনুভবে
-পংকজ কান্তি গোপ টিটু
-------------------------------------------
আজ থেকে প্রায় দেড়'শ বছর আগে জন্মেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর | কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে | জন্মের এতো বছর পরও জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে তাঁর গ্রহণযোগ্যতা | দেশে-বিদেশে সর্বত্র | আজো আমরা এই ভেবে বিস্মিত হই, কিভাবে একজন মানুষ সমান্তরালভাবে সাহিত্য ও সংস্কৃতির সকল শাখায় দৃঢ়তার সাথে হেঁটেছিলেন | বিশ্বের সফল মানুষের জীবনাচরণ ঘাটলে আমরা দেখি একটি বিষয়কেই তাঁরা আকড়ে ধরে প্রতিষ্ঠা পেয়েছিলেন | কেউ কেউ বড়ো জোর আরো দু'একটি বিষয়ে | যেমন- সেক্সপিয়র নাটককে ঘিরেই মেতেছিলেন | নাটকের কল্যাণে তিনি সাড়া বিশ্বে সমাদৃত হয়েছিলেন | কিংবা কীটস | যিনি কেবল কবিতা দিয়েই আপন পাকাপোক্ত করেছিলেন | আমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের কথাই যদি বলি তিনিও তো কালজয়ী হয়েছিলেন উপন্যাসকে অবলম্বন করেই | কিন্তু রবীন্দ্রনাথ? সাহিত্যের কোন শাখাকে তিনি শাণিত করেননি ? বরং একাধিক শাখাকে নিজেই প্রতিষ্টিত করেছেন স্বমহিমায় | রবীন্দ্রনাথ তো কেবল গান আর কবিতার জন্যেই অমরত্ব পাওয়ার কথা |
ছোটগল্পের আজ যে জয় জয়কার, সেও তো এই পর্যন্ত হেটে এসেছে রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই | তাঁর আগে ছোটগল্প লেখা হলেও, যথার্থ ছোটগল্প বলতে যা বোঝায়, তার স্রষ্ঠা রবীন্দ্রনাথ ঠাকুর | ছোটগল্পের গঠন শৈলী, অন্তিম ব্যঞ্জনা, ভাষারীতি- যেকোণেই উত্তরকালীন লেখকদের ওপর রবীন্দ্রনাথের প্রভাব সমুদ্রপ্রতিম | শুধু ছোটগল্প কেন ? সাহিত্যের যেকোন শাখার ক্ষেত্রেই তা প্রযোজ্য | বিষয় ধরে ধরে রবীন্দ্র প্রতিভা বর্ণনা, এই লেখার উদ্দেশ্য নয় | রবীন্দ্রনাথ সম্পর্কে লেখার যোগ্যতাও আমার নেই | এ দৃষ্টতাও আমি দেখাই না | বিশ্বের নামী-দামী বিশ্ববিদ্যালয়ে যেখানে রবীন্দ্র প্রতিভা নিয়ে আজো নিরন্তর গবেষণা হচ্ছে, সেখানে আমার দু-এক ছত্র লেখাতো বাঁচালতারই শামিল | তবে এ কথাও সত্য রবীন্দ্রনাথ আমাদের বিশ্বাসে, আমাদের অনুভবে সদা জাগরুক | আমাদের জাগতিক বিষয়-আশয়ের সাথে এতো গভীরভাবে রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন যে, তাঁকে কখনো মনে হয়নি তিনি আমাদের দূরের কেউ | যারা সাহিত্যের নন্দনকাননের বিশাল সম্ভার থেকে ক্ষুদ্র দু-একটা পুষ্পের ঘ্রাণ নেয়ার চেষ্টা করেন কিংবা ওই কাননে জন্ম দিতে চান কোন তৃণের; তারা ভালো করেই জানেন রবীন্দ্রনাথ ছাড়া তারা কতটা অসহায় | সাহিত্য-সংস্কৃতির সঙ্গে যাদের নিত্য বসবাস, রবীন্দ্রনাথতো তাদের অন্যতম অনুসঙ্গ হয়েই আছেন | জন্মের শুভ মূহুর্ত থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি পর্যায়কে আমরা উদযাপন করতে পারি রবীন্দ্রনাথের গান ও কবিতা দিয়ে | আমরা হাসি-কান্না, সুখ-দুঃখ ভাগাভাগি করি রবীন্দ্র সম্ভারকে সঙ্গী করে | রবীন্দ্রনাথ ঠাকুরই প্রথম তাঁর উপন্যাসে মানব মনসত্ব বিশ্লেষণ, রাজনীতি সচেতনতা, প্রাগ্রসর প্রেমচেতনা, আন্তর্জাতিকতা প্রেক্ষাপট নিয়ে এসেছেন | শুধু বাঙ্গলি নয়, তাঁর কবিতায় উঠে এসেছে আদিবাসী, সমাজের নিম্নবর্গের মানুষের কথা |
ফ্যাসিবাদী আগ্রাসনের বিরোদ্ধে কবি রবীন্দ্রনাথের যে ভূমিকা, উত্তরকালে তাই বাংলা কবিতায় মহীরুহ হয়ে দেখা দিয়ে দিয়েছে | বাউল গানে রবীন্দ্রনাথ তাঁর মরমি মানবিক উপলব্দির সমর্থন ও প্রেরণার সন্ধান পেয়েছেন | বাউলের গান আর সহজ-সাধনার ভাব একসময়ে রবীন্দ্রমানসে নিবিড়ভাবে মিশে গিয়েছিল | তাইতো তিনি বাউল গানকে বিশ্ব দরবারে প্রতিষ্টিত করেছিলেন; সঙ্গে লালন শাহ'কেও | নাট্য-আঙ্গিক সৃজনেও রবীন্দ্রনাথের ভূমিকা ব্যাপক | তিনি নাটকে সংগীত, নৃত্য ও সংলাপের ত্রিমাত্রিক ঐক্য স্থাপন করেছিলেন | প্রবন্ধ নির্মাণেও তিনি নব দিগন্তের সূচনা করেন | যুক্তিবাদিতা, শিল্পিতা আর উপযোগিতা স্থান পেয়েছিল তাঁর প্রবন্ধসাহিত্যে | এভাবেই তিনি সাহিত্যের প্রতিটি শাখাকে নতুন আঙ্গিকে প্রতিষ্টিত করেছিলেন | এবার অন্য প্রসঙ্গ | দেখা যাক রবীন্দ্রাথ কিভাবে আমাদের জীবনঘনিষ্ট বিষয়-আশয়গুলোর সাথে জড়িয়ে ছিলেন এবং আছেন | আজকাল আমরা বৃক্ষরোপণের কথা বলি, পরিবেশের কথা বলি | সেই বৃক্ষরোপণ শব্দটাও রবীন্দ্রনাথের সৃষ্টি | ক্ষুদ্রঋণের প্রাথমিক
ধারণাতো আমরা রবীন্দ্রনাথ থেকেই পাই | জমিদার হওয়া সত্ত্বেও বহুবছর আগেই তিনি জমিদারদের পুরোনো প্রথা ও অন্যায়-অত্যাচার দূর করে আমূল সংস্কারের জন্য 'মণ্ডলী প্রথা'র প্রবর্তন করেন | প্রজাদের জন্য কৃষিব্যাংক প্রতিষ্টা, জলসেচ ভাবনা, পল্লী উন্নয়ন কার্যক্রম- কত ভাবেই তো তিনি আমাদের প্রভাবিত করে চলেছেন | মুক্তিযুদ্ধ আমাদের অহংকার হলে, রবীন্দ্রনাথও তার অংশীদার | রবীন্দ্রনাথের গান মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল, মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল |
তাঁর কবিতায় দেশপ্রেম আরো প্রগাঢ় হয়ে দেখা দিয়েছিল | তাইতো 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' আজ আমাদের জাতীয় সংগীত | আমার কাছে রবীন্দ্র সাহিত্যের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে- ধর্মকে পুঁজি করে তিনি সাহিত্য রচনা করেননি, বিশেষ কোন ধর্মকে আশ্র‍্যয় কিংবা প্রশয় দেননি রবীন্দ্রনাথ | তিনি ছিলেন সব ধর্মের, সব সম্প্রদায়ের | তাঁর দৃষ্টি ক্ষুদ্র গণ্ডীর বলয় থেকে সর্বদা অগ্রসর হয়েছে বিশ্বায়নের পথে | এ জন্যই রবীন্দ্রনাথ বিশ্বকবি | কোন দেশ বা বিশেষ কোন অঞ্চলের সীমারেখায় তাঁকে আটকে রাখা ন্যায়সঙ্গত হবে না | কারণ তিনি সর্বজনীন |
হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের সংস্কৃতি | এ সংস্কৃতি আরো বেশি বর্ণিল ও উজ্জ্বল হয়েছে রবীন্দ্র সান্নিধ্যে | স্টাইল আর ফ্যাশন তো তিনিই চিনিয়েছেন আমাদের | বাঙ্গালিকে বিশ্বের দরবারে সবার আগে পরিচয় করিয়ে দেন রবীন্দ্রনাথই | আজ যদি বাঙালিরা সাহিত্য, সংস্কৃতি, সংগীত, অর্থনীতি কিংবা বিজ্ঞানে কিছু অর্জন করে থাকে, তার অগ্রনায়ক রবীন্দ্রনাথ ঠাকুর | শিক্ষক হিসেবে কিছু কিছু ছাত্রছাত্রী কিংবা শুভানুধ্যায়ীদের কাছ থেকে আমাকে প্রায়ই শুনতে হয় রবীন্দ্রনাথের রচনা নকি দুর্বোধ্য, তাঁর সৃষ্টিতে নাকি গতি নেই | অভিযোগ দুটি যে কতটুকু নির্জলা মিথ্যা তা তো রবীন্দ্রনাথের 'গতিতে জীবন মম, স্থিতিতে মরণ' - এই একটি চরণ থেকেই তা সহজে অনুমেয় | আর রবীন্দ্রনাথের মতো বিশ্বমানের কবির সৃষ্টকে আত্মস্থ করতেও তো একটা প্রাক-প্রস্তুতি দরকার | এটাই স্বাভাবিক | শিক্ষাকে রবীন্দ্রনাথ বিবেচনা করেছেন মানব উন্নয়নের প্রযুক্তি হিসেবে অথচ আমরা আজ শিক্ষাকে বানিয়েছি পণ্য | কয়টি শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক রবীন্দ্রচর্চা করেন? তা অনেকটাই প্রশ্নবিদ্ধ | অথচ এ কথাও সত্য রবীন্দ্রসাহিত্যকে বাদ দিয়ে অন্তত বাংলা সাহিত্য কল্পনা করা অসম্ভব | তরুণ সমাজের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যাশা ছিল বেশি | অথচ সেই তরুণ সমাজের কাছেই রবীন্দ্রনাথ প্রাচীন, কিছুটা মূল্যহীন | আধুনিকতার কি আছে রবীন্দ্রসাহিত্যে ? এমন ধারণাও পোষণ করেন কেউ কেউ | তাদের জেনে রাখা ভালো রবীন্দ্রনাথ চির নতুন, উত্তরাধুনিক | এমন কোন বাঙালি লেখক নেই, যিনি রবীন্দ্রনাথের উত্তরাধিকারকে অতিক্রম করেন, কিংবা তাঁর প্রভাব-বলয়ের বাইরে থেকে সাহিত্য চর্চা করতে পারেন | রবীন্দ্রচর্চা আরো বেশি বেগবান হোক শিক্ষা প্রতিষ্টানসহ সর্বত্র | রবীন্দ্রজ্যোতিতে আলোকিত হোক সবাই |
(লেখকঃ পংকজ কান্তি গোপ টিটু ; সংস্কৃতিকর্মী, সহকারী শিক্ষক- পুটিজুরী এস.সি. উচ্চ বিদ্যালয়, বাহুবল, হবিগঞ্জ | )

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি