Loading..

ম্যাগাজিন

২৩ সেপ্টেম্বর, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

শব্দচাষী-পংকজ কান্তি গোপ

শব্দচাষী
-পংকজ কান্তি গোপ টিটু
শীতের রাত,
নিস্তব্দতার আগল ভেঙ্গে বেড়িয়ে পড়ে লোকটি |
গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী,
জোনাকী আর অসংখ্য তারার মাঝে কোন তফাৎ খুঁজে পায় না সে |
নিরবতার রাজ্যে মাঝে মাঝে কড়া নাড়ে ট্রেনের ধসধস আওয়াজ ;
স্মৃতির সিঁড়ি বেয়ে অতিক্রম করে তাঁর চার দশক |

প্রতিনিয়ত লোকটি স্বপ্নের জাল বুনতো,
একটু স্বচ্ছলতা, প্রেম কিংবা জাগতিক সুখ কিছুই বাদ পড়েনি স্বপ্ন থেকে |
অথচ লোকটি এসবের কিছুই পায়নি |
পেয়েছে শুধু শব্দের সাথে শব্দ মেলানোর সাহস |
'লোকটি শব্দচাষী'
চারদশক ধরে অবিরত শব্দ চাষ করে গেছে ;
বিনিময়ে পেয়েছে করুণা, দরিদ্রতা |

শীতের রাত,
কুয়াশা আর সময় সমান্তরালে বাড়ছে,
ঈশান কোনের বাঁশঝাড়ে কয়েকটি পেঁচার বিভৎস চিৎকার ;
বহুদুরে দেখা যায় কুণ্ডলী পাকানো আগুন; সম্ভবত গ্যাস ফিল্ডের-
অথচ লোকটি ভাবছে 'আলোর মিছিল' |

হঠাৎ করেই সমস্ত দরিদ্রতাকে ব্যঙ্গ করে বলে উঠেন তিনি 'আমি শব্দচাষী'
আমার এক একটি শব্দের চারা এক সময় মহীরুহ হবে |
উত্তর প্রজন্ম বেড়ে উঠবে তার সুশীতল ছায়ায় |

শীতের রাত,
সংসারের ব্যস্ত সব মানুষ জেগে উঠার আগেই লোকটি ঘরে ফেরে |

(পংকজ কান্তি গোপ টিটু, সহকারী শিক্ষক, পুটিজুরী এস সি উচ্চ বিদ্যালয়, বাহুবল, হবিগঞ্জ )

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি