Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৯ মার্চ, ২০২২ ০৭:৫৭ অপরাহ্ণ

উসমান(রা) এর খরিদ করা রুমা কূপ
মদীনায় আসার পরে রাসূল(ﷺ) ও সাহাবাগণ প্রচণ্ড পানির অসুবিধায় ভুগছিলেন। ওদিকে রুমা গিফারী নামের গিফার গোত্রের এক ইহুদির রূমা-কূপ ছিল। সে তা দিয়ে পানির ব্যবসা করত।
মুসলমানদের প্রচণ্ড কষ্ট দেখে রাসূল(ﷺ) ঘোষণা দিলেনঃ- “কে আছে যে রুমা কূপটি ক্রয় করে এর চেয়ে উৎকৃষ্ট বস্তু জান্নাতের বিনিময়ে তার ও মুসলিমদের সমান অধিকার নিরূপণ(ওয়াকফ) করে দিবে?” [তিরমীযি ৩৭০৩; নাসাঈ ৩৬০৮]; “যে ব্যক্তি রুমার কূপটি খনন করে দিবে, সে জান্নাতী” [বুখারী ১৭৩৮]
তখন তাঁর জামাতা উসমান বিন আফফান(রা) সেই ডাকে সাড়া দিয়ে এগিয়ে এলেন।
তিনি কূপটি কিনতে গেলে ইহুদি অসম্মতি জানাল যে, সে মুসলমানদের কাছে পানি/কূপ বিক্রি করবে না, পরে কিছু অংশ বিক্রি করতে হয়; উসমান(রা) পালাবদলের হিসাবে ২০ হাজার দিরহাম(কোন সূত্রে ৩৬০০০) দিয়ে কিনে নিলেন। উসমান(রা)এর পালার দিনে তিনি তা বিনামূল্যে পানি দিতেন মুসলমানদের, আনসার-মুহাজির সকলের জন্যই সদকা ছিল। ফলে ইহুদির পালার দিনে আর কেউ পানি কিনতে যেত না।
বাধ্য হয়ে ইহুদি বাকি অংশও উসমান(রা) এর কাছে বিক্রয় করে দেয়। সম্পূর্ণ রুমা কূপ এর পানি মদিনার মুসলিমদের হয়ে যায়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি