Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

০৯ এপ্রিল, ২০২২ ১১:০৭ অপরাহ্ণ

দুই দিন ব্যাপী 3MPower(Mobile Learning for Empowerment Of Marginalised Mathematics Educators in Bangladesh) এর উপর Research Workshop

শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট (IER), ঢাকা বিশ্ববিদ্যালয় এবং The Open University এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত (৬/৪/২২ - ৭/৪/২২)  দুই দিন ব্যাপী  3MPower(Mobile Learning for Empowerment Of Marginalised Mathematics Educators in Bangladesh) এর উপর Research Workshop এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের মাননীয় সচিব মহোদয় জনাব মোঃ আমিনুল ইসলাম খান। মহাপরিচালক আলমগীর মুহাম্মদ মনসুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড. এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক, আই ই আর, ঢাকা বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল হালিম, অধ্যাপক ও ডিরেক্টর আই ই আর, ঢাকা বিশ্ববিদ্যালয়। কোর্স ফ্যাসিলেটর হিসেবে উপস্থিত ছিলেন মি, টম পাওয়ার  ডেপুটি ডিন of the Open University এবং  ক্লোরিও ফ্লোরা, The Open University of England. 

গণিতে এগিয়ে যাবে প্রাথমিক শিক্ষা, এগিয়ে যাবে বাংলাদেশ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি