Loading..

নেতৃত্বের গল্প

১৫ এপ্রিল, ২০২২ ০৩:২৬ অপরাহ্ণ

নেতৃত্বের গল্পঃ ফিরে দেখা - শেখ রাসেল দিবস/২০২১ খ্রিঃ

আসসালামু আলাইকুম। আমি জেসমিন সুলতানা, প্রধান শিক্ষক (চঃ দাঃ), সাধুর গলগন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় , ঘাটাইল , টাঙ্গাইল। আমার নেতৃত্বের গল্পে আজ থাকছে " নেতৃত্বের গল্পঃ ফিরে দেখা - শেখ রাসেল দিবস/২০২১ খ্রিঃ"। এই গল্পে বাংলাদেশের ইতিহাসে বিগত ১৮-১০-২০২১ খ্রিঃ প্রথম বারের মত উদযাপিত হওয়া শেখ রাসেল দিবস/২০২১ নিয়ে আমার বিদ্যালয়ের কার্যক্রম আমি উপস্থাপন করছি।  এই দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল সম্পর্কে বিশদভাবে জানার সুযোগ পেয়েছে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহন করে। যেমন - শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ , শেখ রাসেল সম্পর্কে  আলোচনা সভা , দোয়া মাহফিল, চিত্রাঙ্কন , কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা , সাংস্কৃতিক অনুষ্ঠান, কেক কাটা  উৎসব, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ।