Loading..

নেতৃত্বের গল্প

১৫ এপ্রিল, ২০২২ ০৪:০৯ অপরাহ্ণ

বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও প্রাথমিক শিক্ষার উন্নয়ন

আসসালামুয়ালাইকুম ও আদাব ।আমি মোসাঃ ইয়াসমীন আখতার বানু , প্রধান শিক্ষক , মধ্য আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় , গোমস্তাপুর , চাঁপাইনবাবগঞ্জ । মূলত  আমার বিদ্যালয়ের সকল শিক্ষক , শিক্ষার্থী ও বিশ্ব দরবারে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শিক্ষা দর্শন এবং স্বাধীনতাত্তোর প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধু ও তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরাই - আমার এই নেতৃত্বের গল্পের মূল উদ্দেশ্য । আর এই অবদান ও উন্নয়নের ছোঁয়া আমার বিদ্যালয় প্রাঙ্গনে সুস্পষ্টভাবে দৃশ্যমান । 

বাঙালির শিক্ষা- সংস্কৃতি, আর্থ - সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নিবেদিত প্রাণ । তাঁর আজীবন লালিত স্বপ্ন ছিল সোনার বাংলা গড়া । আর তিনি অনুধাবন করতে পেরেছিলেন সোনার বাংলা গড়ার জন্য প্রয়োজন সোনার মানুষ । যেমন সোনার মানুষ চাইতেন তেমন মানুষ গড়ার জন্য নিরক্ষতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করার জন্য তিনি শিক্ষার উপর জোর দিয়েছিলেন অনেক বেশি , তিনি অনুভব করতে পেরেছিলেন দেশের উন্নয়নের জন্য , দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষা - বিশেষ করে প্রাথমিক শিক্ষা । তিনি চেয়েছিলেন প্রতিটি শিশুর চিত্তে বাঙালি জাতীয়তাবাদ , সমাজতন্ত্র , গনতন্ত্র আর ধর্মনিরপেক্ষতার সুস্পষ্ট বোধ প্রোথিত হোক । প্রতিটি শিশু সুনাগরিক হিসেবে গড়ে উঠুক ।প্রত্যেকের মধ্যে সম্পূর্ণ ব্যক্তিত্বের বিকাশ সাধিত হোক । তাই আজকের এই প্রাথমিক শিক্ষা জাতির পিতারই শিক্ষাদর্শন ও শিক্ষা ভাবনার ফসল । মুজিব বর্ষে স্বাধীনতাত্তোর প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধু ও তাঁর  সুযোগ্য কন্যা  মাননীয় প্রধানমন্ত্রীর অবদান ভিডিও চিত্রে উপস্থাপিত হলো । মুজিববর্ষে এই মহান নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা জানায় সেই সাথে কৃতজ্ঞতা জানায় মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার প্রতি যাঁদের অসামান্য অবদানের ফলে প্রাথমিক শিক্ষায় সুবাতাস বইছে , বইছে উন্নয়নের জোয়ার ।  যার ছোঁয়া আমার বিদ্যালয়ের পরতে পরতে প্রতীয়মান । তাই  মুজিব বর্ষে এই মহান নেতার প্রতি সম্মান প্রদর্শন স্বরুপ মুজিব বর্ষ কে ঘিরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় যেসব কর্মসূচী হাতে নিয়েছিল বিশ্ব মহামারী করোনার কারনে বিলম্বিত হলেও আমরা সেগুলো সফল করব - এই হোক আমাদের প্রত্যাশা । বর্তমান প্রেক্ষাপটে আমি ও আমার সহকর্মীরা মিলে এই দুর্দিনেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সহযাত্রী হয়ে শিশুদের বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন , আদর্শ ও চেতনায় উদ্বুদ্ধ করে সোনার দেশের সোনার সন্তান হিসেবে গড়ে উঠতে কাজ করে যাচ্ছি এবং আগামীতেও এইভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি ।