Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৮ এপ্রিল, ২০২২ ০১:২৩ পূর্বাহ্ণ

" হাতি আর শেয়ালের গল্প " শ্রেণি- পঞ্চম, বিষয়- বাংলা।

সে অনেক-অনেক দিন আগের কথা। চারদিকে তখন কী সুন্দর সবুজ বন, ঝোপঝাড়। আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। এরকম দিনগুলোতে মানুষেরা থাকতো লোকালয়ে আর পশুরা জঙ্গলে। মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে। কী করে সবার সঙ্গে মিলেমিশে থাকা যায়, শিখছে সেই সব কায়দাকানুন। ও-দিকে বনে বনে তখন পশুদের রাজত্ব। হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখ-পাখালি। বেশ শান্তিতেই কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো।কিন্তু একদিন হলো কি তাড়া খেয়ে মস্ত একটা হাতি এই বনে ঢুকে পড়ল। হাতিটার সে-কী বিশাল শরীর। পা গুলো বটপাকুড় গাছের মতো মোটা। শুঁড় এততাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকাবে। তার গায়েও অসীম জোর। এই শরীর আর শক্তি নিয়েই তার যত অহংকার। মেজাজটাও দারুন তিরিক্ষি। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি