Loading..

প্রকাশনা

১১ মে, ২০২২ ০৯:২৩ অপরাহ্ণ

'চেনা পাখির অজানা কথা ' নিমাই চন্দ্র মন্ডল, সহকারী শিক্ষক, পলাশী মাধ্যমিক বিদ্যালয়, মনিরামপুর, যশোর।

বাংলাদেশে সারাবছর  পাওয়া যায় হট্টিটি পাখিদের  ওপর আপাতত বিলুপ্তির ভ্রুকুটি না থাকলেও বিগত দুই দশকে নদী হট্টিটির সংখ্যার ক্রমাবনতি তাকে ঠেলে দিয়েছে বিপাদসীমার কাছাকাছি অন্যদিকে পরিযায়ী উত্তুরে হট্টিটির সংখ্যাতে ও ধরা পড়েছে বিপাদের আঁচ। জলবায়ু পরিবর্তন, মাটিতে কীটনাশকের অপরিমিত ব্যবহার এবং উপযুক্ত বাসভূমির অভাবে  ইউরোপের বিভিন্ন দেশে ক্রমশ কমছে উত্তুরে হট্টিটির সংখ্যা। প্রকৃতির উন্নততম এবং শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদেরই এগিয়ে আসতে হবে এই পাখিদের সুস্থ স্বাভাবিক জীবন দেওয়ার লক্ষ্যে, কারণ এদের অস্তিত্ব বিপন্ন করার কৃতিত্ব তো আমাদেরই। 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি