Loading..

প্রকাশনা

১৩ মে, ২০২২ ০১:২৭ পূর্বাহ্ণ

স্বরচিত কবিতা (মগো তোমায় ভালোবাসি)

বাঙালির মুক্তিদাতা বঙ্গবন্ধু

নাছিমা আক্তার

হে বঙ্গবন্ধু এই বাংলা বাঙালির তুমি হলে মুক্তিদাতা,

হাজার বছরের ইতিহাসের হৃদয়ে তোমার নামটি থাকবে গাঁথা।

ভিনদেশীরা বারংবার এই বাংলাকে করেছে পদানত,

তাদের তরে এই বাংলাকে তুমি হতে দাওনি পরাজিত।

অন্যায় অবিচারের বিরুদ্ধে তুমি ছিলে মহান সংগ্রামী,

বাঙালির বুকে প্রেরণা সাহসের নিরন্তর উৎসাহদাতা তুমি।

বাঙালি জাতির অগ্নিমন্ত্রে তুমি ছিলে দীক্ষিত মহান নেতা,

কালান্তরের ইতিহাসে থাকবে তোমার কীর্তি অমর গাঁথা।

শোষণ মুক্ত করবে এই দেশ দৃঢ় প্রত্যয় ছিলো তোমার,

প্রাণের ভয়ে পিছু হটনি কভু কারারুদ্ধ হয়েছ বারবার।

তোমার ডাকে সাড়া দিয়ে জাগ্রত হলো বাঙালি জনতা,

লক্ষ প্রাণের বিনিময়ে বাঙালি ফিরিয়ে আনল স্বাধীনতা।

মোদের মাতৃভাষা মাতৃভূমি সবই যে তোমার অবদান,

বাঙালির মান বাঁচাতে নিঃশেষে স্ব পরিবারে দিয়েছ প্রাণ।

সাহসী বাংলার সাহসী সন্তান তুমি শ্রেষ্ঠ বাঙালি বীর,

নির্দ্বিধায় দিয়েছ জীবন তবু অন্যায়ের তরে করনি নতশির।

বাংলার জীবন্ত আদর্শ,মুক্তির প্রতীক শেখ মুজিবুর রহমান,

বাংলার প্রকৃতিতে মিশে আছে তোমার আত্মত্যাগের ঘ্রাণ।

তুমি সংগ্রামী, নিষ্ঠাবান, ধৈর্যশীল,সহিষ্ণুশীল,তুমি মহিয়ান।

জাতির নতুন জন্মদাতা তুমি,বাঙালির মর্যাদা করেছো দান।

হে বঙ্গবন্ধু তুমি চির ভাস্বর, মৃত্যুঞ্জয়ী তুমি বাংলার প্রাণ,

সহস্র ইতিহাসে লিখেও শেষ হবেনা তোমার অবদান।

বাংলাভাষা,বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু,স্বাধীনতা মানেই বঙ্গবন্ধু,

অন্তহীন ভালোবাসায় দখল করেছ বাঙালির প্রতিটি হৃদয় সিন্ধু।

গৌরবময় বাংলার উজ্জ্বলতম অহংকারে অলংকৃত তুমি,

মোদের আদর্শ,দেশপ্রেম, চেতনা কর্ম প্রেরণার উৎস তুমি।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি