Loading..

প্রকাশনা

১৪ মে, ২০২২ ০২:১২ পূর্বাহ্ণ

স্বরচিত কবিতা (প্রতিশ্রুতি)

 প্রতিশ্রুতি

নাছিমা আক্তার পপি

কে জানি তো হায়, দেখা মিলিবে তায়
যাহারে স্মরিণি কভু।
কি জানি কি ভাবায়, মনেরও তারায়
একি পাঠালো মোর প্রভু।

আঁখি যেনো তার, মায়া ভরা ভার
কি কহিনু তার কথা।
মুখপানে তার, চাহি যতবার
ভুলায়ে সকল ব্যথা।

হাসি বলে তাহার, সে যেনো কাহার
মনো বনের পথে হাঁটে।
শত বাসনায়,কিযে কামনায়
সুধা খোঁজে ফেরে পাটে।
তাহারো কায়ায়, কি যাদু মাখায়
ভুলিনু মন তারে
কি যে উপমায়,বিধি তারে গড়ায়
হরিনু তায় মোরে।

দেখা দিয়ে মোরে, গেলো আবার ছেড়ে
বহু দূরের পথে
দেখিতে না পায়,মন কাঁদে হায়
যায় বুঝি প্রাণ পাতে।

করিনু কি উপায়,বাঁচিয়া থাকা দায়
তাহারো পিড়িত বিনে।
স্বপনও দেখায়ে,গেলো সে হারায়ে
পাগলিনী তাই ঘুরি বনে বনে।

কি করে যে ভুলি,তাহার আদর মাখা বুলি
কর্ণে বাজে বারেবার।
স্মৃতির মেলামেলি,তাহারে নিয়া খেলি
ভাবিনু মন কিছু আর।

বলেছিনু মোরে,খুঁজিবে সে বারে
থাকিতে প্রতিক্ষায়ে।
তবে কেনো হায়,খুঁজিল না আমায়
কত প্রহর যায় বয়ে।

কি জানি কি কাজে,বেলা কতো বাজে
ঠাওর নাহি পায়।
মন তো মানেনা,সে কেনো বুঝেনা
শুধুই মোরে কাঁদায়।

জানি আমি তবু,মোরে ভুলবেনা কভু
দিয়েছে প্রতিশ্রুতি।
থাকুক যতই দূরে, জনম জনমের তরে
মোরা সুখ-দুঃখের সাথী।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি