Loading..

ম্যাগাজিন

১৬ মে, ২০২২ ১২:৩০ অপরাহ্ণ

পাতাড়ী ফাযিল মাদরাসা

পাতাড়ী  ফাযিল মাদরাসা 

মো: সানাউল্লাহ

 

নওগাঁ জেলার এক কোনেতে

     রয়েছে একটি গ্রাম,

সেথায় রয়েছে মাদরাসা একটি

    পাতাড়ী ফাজিল নাম।

                   

 সবুজ শ্যামল দূ্র্বা ঘেরা

     রয়েছে সুবিশাল মাঠ,

তারই মাঝে রয়েছে হোস্টেল 

     শহীদ মিনার ও একটি ঘাট।

 

রয়েছে চারটি বিল্ডিং সেথায় 

      ভিন্ন ভিন্ন নামে,

বিশাল পরিসর জুড়ে সেতো

    রয়েছে ধরাধামে। 

 

সেই মাদরাসার পরিবেশ আমার 

       লেগেছে অনেক ভালো

শিক্ষার গুনে জ্বলছে সদা

      জ্ঞান গরিমার আলো।

 

পেয়েছি একজন প্রতিষ্ঠান প্রধান 

    বিশাল তাহার মন,

জ্ঞানে গুনে ভাবে গাম্ভীর্যে 

        অমূল্য রতন।

 

রয়েছে সেখানে কম্পিউটার ল্যাব

      রয়েছে গ্রন্থাগার,

এিশের অধিক শিক্ষক সেখানে 

       জ্ঞানীর সমাহার। 

       

শত শত শিক্ষার্থীতে ও

     রয়েছে অঙ্গন ভরা,

রাজশাহী বিভাগের মধ্যে হয়তো 

   পাতাড়ী মাদরাসায় সেরা।


 

মাদরাসা শিক্ষা 

মো: সানাউল্লাহ

 

 

ভাবছি একটি কবিতা লিখব 

      মাদরাসা শিক্ষা নিয়ে

ইসলাম ধর্মের জ্ঞানের কথা

    থাকবে সেখানে ছেয়ে।

 

     লিখতে গিয়ে দেখলাম সেখানে 

                হাইস্কুলের মতোই,

 বাংলা, ইংরেজি, বিজ্ঞান বই

            রয়েছে শত শতই।

 

তার ও বেশি রয়েছে আরও 

    কুরআন, হাদিস, ফিকাহ

মাদরাসার চেয়ে ভাল স্কুল 

   বলে যে সে বোকা। 

 

ভাবে অনেকে মাদরাসা গিয়ে 

      কুরআন মুখস্ত করায়,

কুরআনের জ্ঞান দান করে সে তো

       চিরাচরিত ধারায়। 

 

মাদরাসা মানে পাচ্ছ তুমি 

   কুরআন হাদিসের জ্ঞান,

তারও বেশি পাচ্ছ শিক্ষা 

       বাংলা, গনিত, বিজ্ঞান। 

 

 

সেই শিক্ষার তোড়েই তুমি 

      যাচ্ছ সকল খানে,

মেডিকেল থেকে সকল ক্ষেতেই 

      রয়েছ সংগোপনে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি