Loading..

উদ্ভাবনের গল্প

১৭ জুন, ২০২২ ১২:২৬ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের শ্রেণি কক্ষেই OMR SHEET পূরণ শেখানো।

আস্ সালামু আলাইকুম। 

আমি মোঃ রওশন জামিল, সহকারী প্রধান শিক্ষক, রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর।

আমি নিজে পরীক্ষায় কক্ষ পরিদর্শক এর দ্বায়িত্ব পালনের সময় এবং বর্তমানে পরীক্ষায় পরিদর্শন এর সময় লক্ষ্য করেছি, অনেক পরিক্ষার্থীরা কভার শীট বা OMR SHEET পূরণে ভুল করে থাকে। যদি শিক্ষার্থীদের শ্রেণিকক্ষেই স্বাভাবিক পাঠদানের পাশাপাশি পরীক্ষার পূর্বপ্রস্তুতি র জন্য OMR SHEET বোঝানো সম্ভব হয়, তবে পরীক্ষা কক্ষে এমন সমস্যা প্রায় শূণ্যের কোঠায় আসবে। এজন্য নিজ বিদ্যালয়ে আমার গৃহীত পদক্ষেপ।

এমন পদক্ষেপ গ্রহণ করার ফলে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা অভ্যন্তরিণ ও পাবলিক পরীক্ষায় OMR SHEET পূরণে আর সমস্যায় পড়ে না।

তাই, শিক্ষার্থীদের শ্রেণি কক্ষেই OMR SHEET পূরণ শেখানো উচিত।।