Loading..

শিক্ষায় অগ্রযাত্রা

১৯ জুন, ২০২২ ০৯:১১ অপরাহ্ণ

আজ বিশ্ব বাবা দিবস।

? আজ বিশ্ব বাবা দিবস

‘ কাটে না সময় যখন আর কিছুতে

 বন্ধুর টেলিফোনে মন বসে না

জানালার গ্রিলটাতে ঠেকাই মাথা

 মনে হয় বাবার মতো কেউ বলে না

আয় খুকু আয়, আয় খুকু আয়...’। 

বাবা মানে নির্ভরতার আকাশ। বাবা মানে নিরাপত্তার চাদর। বাবা শাশ্বত, চির আপন।  বাবা বটবৃক্ষ, প্রখর রোদে সন্তানের শীতল ছায়া। আজ বিশ্ব বাবা দিবস। 

বিশ্বের ৫২টি দেশে জুন মাসের তৃতীয় রোববার প্রতি বছর দিবসটি পালিত হয়ে থাকে। এ বছর তৃতীয় রোববার হিসেবে ১৯ জুন পালিত হচ্ছে দিবসটি। বাবার প্রতি সন্তানের ভালোবাসা চিরন্তন, প্রতিদিনের-প্রতিক্ষণের। তারপরও বাবার জন্য বিশেষ দিন হিসেবে প্রতি বছর দিবসটি পালিত হয়ে আসছে।

প্রিয় বাবা তুমি আজ আমাদের মাঝে নেই । কিন্তু মনে প্রাণে থাকবে আজীবন ।  আল্লাহর কাছে সবসময় দোয়া করি যেন মৃত্যুর পরে সবার আগে প্রথম দেখাটা যেনো তোমার সাথেই হয়।।।।তুমি শুধু আমার মনে প্রাণে না , তুমি রয়েছো আমার প্রতিটা নিঃশ্বাস প্রশ্বাসে।

হাদীসে আছে- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম বলেছেন, ‘আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টিতে নিহিত।’ (তিরমিযি-১৮৯৯)

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন-


رَبِّ ٱرۡحَمۡهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرٗا ٢٤ ﴾ [الاسراء: ٢٤]

উচ্চারণ : রাব্বির হামহুমা, কামা রাব্বায়ানি সাগিরা।

অর্থ : ‘হে আমার প্রতিপালক, তাদের উভয়ের প্রতি রহম করো; যেমন তারা আমাকে শৈশবকালে লালন-পালন করেছেন।’ (সুরা বনি ইসরাইল : ২৪)

আজ পৃথিবীর সকল বাবাকে সালাম ও শ্রদ্ধা জানাই।আর যেসকল বাবা, মা মৃত্যুবরন করেছে তাদের সবাইকে আল্লাহ যেনো জান্নাতুল ফেরদৌস দান করেন   আমিন ?

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি