Loading..

খবর-দার

২০ জুন, ২০২২ ০৯:০৮ অপরাহ্ণ

বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে সাধ্যমত বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. মশিউর রহমান।

সোমবার (২০ জুন) দুপুরে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ‘বিজিআইএফটি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’তে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ড. মশিউর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সবাইকে সাধ্যমত বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে এই সংকট থেকে উত্তরণ করতে হবে।

বিআইএসটি’র প্রতিষ্ঠাতা সদস্য প্রকৌশলী আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি কাউন্সিলর মো. রফিকুল ইসলাম, অগ্রণী মডেল কলেজের সভাপতি মো. আব্দুল আলিম, সরকারি দেবেন্দ্র কলেজে সাবেক অধ্যক্ষ প্রফেসর নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।