Loading..

প্রকাশনা

২২ জুন, ২০২২ ১১:০১ অপরাহ্ণ

কবিতা

অনু ভবে তুমি

মোছাঃকামরুন নাহার

আকাশভরা লক্ষতারা পুর্নিমার--চাদঁ

অনুভবে আছ তুমি,সে তো এক তুমি নও

জ্যোৎস্না রাতে জোনাকি পোকা,মিট্মিট করে জ্বলে

সাগর নদী ঊর্মিমালা স্রোতস্বিনী তুমি

শীতের সকালে শিশির ভেজা দূর্বা হলে তুমি

অনুভবে আছ তুমি,সে তো এক তুমি নও

দখিন হাওয়ায় উদাস বাতাস ফাগুন লাগে মনে

তুমি আছ অদূর গায়ে চুপটি ঘরের কোনে

পুকুর পাড়ে পদ্ম জলে শাপলা শালুক ফোটে,

সেই জলেতে পা ভেজাতে আমার ইচ্ছে জাগে

নদীর ধারে কাশবনেতে ফোটে শত কাশফুল

শুভ্রতায় ভরা হ্নদয়,সদয় মলিন মুখ

ভাবছি আমি,প্রতিটি ক্ষনে ক্ষনে নিঃশ্বাসে অনুভবে আমি,

সে কি তুমি,তুমি আমার সেটি হলে তুমি

ভাবছি আমি,ভাবছ তুমিসদায় আমার স্মৃতি

ছবির স্মৃতিতে জুড়ায় আছ শুধু তুমি আর তুমি,

কিন্তু বন্ধু সব স্মৃতি মলিন হয়ে রয়

যখন দেখি সন্ধ্যা হয়ে রাত পোহাল তাই

ফাগুন হাওয়ায় দোলায় হ্নদয় উদাস আমার মন

সেই হাওয়ায় খুজে পাই-তোমার--

কিন্তু বন্ধু, অনুভবে আছ তুমি----সে তো এক তুমি নও

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি