Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২২ জুন, ২০২২ ১১:৩৬ অপরাহ্ণ

আলোর প্রতিসরণ

আলোক রশ্মি যখন এক মাধ্যম হতে অন্য মাধ্যমের দিকে যাওয়ার সময় আলোর রশ্মিগুলি বাঁকানো বা তাদের দিক পরিবর্তন করে তখন একে আলোর প্রতিসরণ বলে। আলো যখন বাতাস থেকে কাঁচে, কাচ থেকে বাতাসে, বাতাস থেকে জলে বা জল থেকে বাতাসে ভ্রমণ করে তখন আলোর প্রতিসরণ ঘটে। এমনকি আমাদের চোখ আলোর এই বাঁকের উপর নির্ভর করে। প্রতিসরণ ছাড়া, আমরা আমাদের রেটিনার উপর আলোক ফোকাস করতে সক্ষম হব না।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি