Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৫ জুন, ২০২২ ০৯:০৩ অপরাহ্ণ

আমাদের স্বপ্ন জয়

পদ্মা সেতু বাঙালির স্বপ্ন

গৌরবের, সম্মানের, সক্ষমতার প্রতীক।

আর মাত্র কয়েক ঘন্টা.......  !

জাতীয়-আন্তর্জাতিক অনেক বাধা, ঘাত-প্রতিঘাত, প্রতিবন্ধকতা পেরিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে দীর্ঘ-প্রতীক্ষিত পদ্মা সেতু। আগামীকাল ২৫ জুন সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

---শত গল্পের বুক চিরে দাড় করানো পদ্মাসেতু এক একটি অনুভূতির নাম-----

•ফেরি ঘাটে এম্বুলেন্স আটকে মাকে হারানো সন্তান জানে পদ্মা সেতু কি।

•৩ ঘন্টা দেরি হওয়াতে ইন্টারভিউ দিতে না পারা বেকার ছেলেটি জানে পদ্মা সেতু কি।

•কুয়াশার কারনে ফেরি বন্ধ হলে ফ্লাইট মিস করা রেমিটেন্স যোদ্ধা প্রবাসী জানে পদ্মাসেতু কি।

•সারাবছর পরিচর্যার পরে ঘন্টার পর ঘন্টা ফেরিঘাটের গরমে থেকে বস্তায় পচা সবজিগুলো দেখা কৃষকটি বলতে পারবে পদ্মা সেতু কি।

•প্রচণ্ড ঝড়ে পদ্মায় ট্রলার সহ ডুবে যাওয়া সন্তানকে খুজে না পাওয়া বাবা মা জানে পদ্মা সেতু কি।


এই সেতু সাধারণ সেতু নয়, কারণ পদ্মা সেতু তৈরি করার অর্থ ছিলো নদীর নিচে ৫০ তলা বাড়ির সমান পাইলিং করার চেয়েও বড় চ্যালেঞ্জ। পদ্মার দুপারের মানুষ যারা সেই পথ ব্যবহার করে তারা জানে এই সেতুর প্রতিটি স্প্যান শত আবেগ আর শত গল্পের বুক চিরে দাড় করানো হয়েছে। তাই একেকজনের কাছে পদ্মাসেতু এক একটি অনুভূতির নাম।

 তাই আমরা গর্ব করে বলতে পারি -আমার টাকায় আমার সেতু, দেশের জন্য পদ্মা সেতু। দূরদর্শী এক রাষ্ট্রনায়কের অসীম সাহসিকতা ও পর্বতসম আত্মবিশ্বাসের অবিশ্বাস্য এক রূপকথা।

      স্যালুট ? , মাননীয় প্রধানমন্ত্রী 

                           দেশরত্ন শেখ হাসিনা??

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি