Loading..

প্রকাশনা

১৯ অক্টোবর, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

পিঞ্জর
আমি কোথাও পাইনা ছুটিয়া যাইতে' বদ্ধ খাচায় একাকী - আছি বসিয়া । কবে যেন মোর - ভেঙ্গে যায় খাঁচা , কোথায় যাব উড়িয়া ! স্বাক্ষী দু'জন মোর , লেগে আছে সাথে পাপ পূণ্যের বিচার যিনি করিবেন- তাহার কাছে সপিবে আমায়, স্বাক্ষী কি-যে দিবেন । পৃথিবীর কত কথা -ওডিও, ভিডিওর মত, দেখাবে আমায় - জীবনের কর্ম ফল শত-শত । হে মহান কারিগর গড়িয়াছ তুমি পিঞ্জর, তোমার মহিমা - বোঝা বড় দায়, কেমনে ! খাচায় ঢুকালে আমায় ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি