Loading..

ম্যাগাজিন

১১ নভেম্বর, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

খতিব স্কুল পাবনা।

খতিব স্কুলের স্যার

              শাহানারা খাতুন

ম্যনেজিং কমিটির ভাবনা , খতিব কলেজ পাবনা,

স্কুল শাখার রেজাল্ট ভাল, তবুও তারা বিমুখ কেন?

আমাদের হেড স্যার , (আল- আমিন )মরেও হলেন অমর,

নাম তার গণি স্যার,সব শিক্ষকই জানে তার 

সততায় এক’শ বার, ভদ্রতার শেষ নেই যার ।

মওলানা জব্বার স্যার বোর্ডে যায় বার বার।(হেড স্যারের অডারে)

মন্জু স্যারের বাঁশিতে সব শিক্ষর্থী মাঠেতে

যায় দিন ভাল তার শা;শি আবশ্যিক হওয়াতে ।

গণিত, পদার্থ আসলাম স্যার পড়াতে পড়াতে

চশমা পরে নিচু হয়ে অংক হয় তার দেখতে  ।

খলিল স্যার নাই যার জুড়িদার ইংরেজি পড়াতে,

মনেমনে ভাবি তাই, পাপিয়ার প্রিয় সাবজেক্ট ভূগোলটাই,

আলো স্যার নাম যার, মায়া মায়া ভাব তার ,

ইন্টারনেট পিয় তার , কৃষি বিজ্ঞান সাবজেক্ট যার।

শাহানারা ICT র টিচার কিন্তু সে মজা পায় বাংলা  ও  বিশ্ব পরিচয় পড়াতে,

এ প্লাস পেলে কেউ নিয়ে যায় সবাই কে বেড়াতে ।

জীব বিজ্ঞান রুহুল স্যার মোটা সোটা দেখতে,

দুই বাচ্চার বাবা সে , কাজের বেলাই পটু তাই স্কুলে ও বড়িতে ।

রফিক সারের এইটে , শিক্ষার্থীরা ভয় পায়,

প্লাস যদি না পাই  বুক ধুক ধুক করে তাই ।

আজম ভা্‌য়ের অসুস্থতায় , আছিয়া আছে চিন্তায়।

জিয়ার যদি চাকরি হয় , হতে হবে বিদায়,

এমন শিক্ষকের বিদায় , চাইনা স্কুলের সবাই ।

আওয়াল ভাই মানুষটা সরল বলেই জানি,

টাকা জমা দিতে গেলে বলেন, ম্যাডাম দাড়ান একটুখানি।

অসাদ, খলিল ,রোজিনা যাদের ছাড়া চলেনা

রাগ করি , বকা দেয় তবু কিন্ত ভূলোনা ।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি