Loading..

ম্যাগাজিন

০৩ ডিসেম্বর, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

কবিতা

ঠিকানা-৪

আবু হাচান সরদার

 

এই হাতে তুলে নাও এক মুঠো মাটি

শুঁকে দেখ

এই মাটিতে রক্তের গন্ধ পাবে তুমি।

ঘাম আর রক্তে ভেজা এই মাটি

এই মাটি আমার দুঃখিনী মাতা

এই মাটি আমার গর্বিত পিতা

এই মাটি আমার ধর্ষিতা বোন

এই মাটিই আমার হারানো স্বজন।

 

ভালো ভেবে- ভালোবেসে

হে আমার গর্বিত স্বজন

তোমরা ঘুমিয়ে আছো পবিত্র এই মাটিতে।

 

রক্ত মাখা এই মাটির শপথ

এই মাটিকেই ভালোবেসে

আমরা আবারও যুদ্ধে যাবো

রক্তাক্ত হব,বিক্ষত হবো, লাশ হবো

তোমরা জেনে রেখো।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি