মৎস্য চাষ

মাছ কি? (মৎস্য বা মাছ)
১) শীতল রক্তবিশিষ্ট জলজ প্রাণী ।
২) মেরুদণ্ডী প্রানী
৩) ফুলকার সাহায্যে শ্বাস কাজ পরিচালনা করে
৪) জোড় বা বিজোড় পাখনার সাহায্যে ছলাফেরা করে ।
প্রশ্ন - মৎস্য বিজ্ঞান কি? ঃ
জীববিজ্ঞান এর যে শাখায় মাছের বিভিন্ন দিক যেমন – মাছের শ্রেণীবিন্যাস ,মাছ চাষ ও ব্যবস্থাপনা ,মাছের প্রজনন ,প্রতিপালন , সংরক্ষন ,পরিবহন , বাজারজাতকরন , মাছের রোগতত্ত্ব নিয়ে আলোচনা করা হয় তাকে মৎস্য বিজ্ঞান বলে ।
গ্রিক শব্দ ‘ acqua “ অর্থ পানি এবং ‘ culture ‘ অর্থ চাষ । অর্থাৎ একুয়াকালচার অর্থ পানিতে মাছ চাষ ।

মতামত দিন


বিপুল সরকার
স্যার, নমস্কার/আদাব নিবেন, বাতায়নে সক্রিয় থাকায় আপনাকে -স্বাগত। আপনি মানসম্মত ও শ্রেণি উপযোগী কন্টেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করেছেন।আপনাকে অভিনন্দন।লাইক কমেন্ট পূর্ণ রেটিং সহ শুভ কামনা রইল সেই সাথে আপনার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।আমার আপলোড কৃত ১ম কন্টেন্ট দেখে মতামত দেয়ার অনুরোধ রইল। ( bipulsarkar1977@gmail.com ) (01730169555 )

মো. সাখাওয়াত হোসেন
শিক্ষার্থীকেন্দ্রিক, সময়উপযোগী, চিন্তাযুক্ত, অসাধারণ কনটেন্ট ধন্যবাদ। (সাখাওয়াত, ঝিনাইদহ, ০১৭১৫৬৭১০৯৬, ই-মেইল-shbiddut@gmail.com)
সাম্প্রতিক মন্তব্য