Loading..

ম্যাগাজিন

৩১ মার্চ, ২০১৬ ১২:০০ পূর্বাহ্ণ

নন,এম,পিও স্কুল প্রসঙ্গে
img

সহকারী শিক্ষক

সরকার সকল ডিপার্টমেন্টের জন্য আন্তরিক। কিন্তু নন,এম,পিও শিক্ষকদের জন্য সরকার খুব অসহায়। যারা সরকারী ভাবে বেতন-ভ্রাতা পাই, সরকার তাদের বেতন দ্বিগুনের বেশি বাড়িয়েছে । আর নন,এম,পিও শিক্ষক যারা সরকারী সাহায্য কিছুই পায় না তাদের জন্য বাংলাদেশ সরকার একেবারে অসহায়। কেন এরাও তো মানুষ ,এরাওতো জাতীয় কাজে অংশ নিয়ে দেশ ও জাতির কল্যানে জীবণটাকে শেষ করে দিচ্ছে।

এদেরও ক্ষুধা-জ্বালা আছে, এদেরও বৃদ্ধ পিতা-মাতা আছে, সন্তান আছে। এদের মনেও আশা আকাঙ্খা আছে যে সবার মতো আমরা পেট ভরে দু'টো ভাত খাব। ছেলে মেয়েদের ভালোভাবে মানুষ করবো। কিন্তু মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নন,এম,পিও শিক্ষকদের জন্য কিছুই দিলেন না। এটাই হচ্ছে ডিজিটাল বাংলাদেশের নন,এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি