Loading..

প্রকাশনা

১৫ মে, ২০১৬ ১২:০০ পূর্বাহ্ণ

গ্রীষ্মকালীন ছু‌টি ঃ
"একই দেশে গ্রীষ্ম আসে" ভিন্ন ভিন্ন সম‌য়ে !!! কর্তৃপক্ষের সদয় সূ-দৃষ্টি কামনা করছি . .. .. .. .. শিশুদের শারীরিক, মানষিক, নৈতিক ও সামাজিক বিকাশ সাধনের জন্য বিনোদন ও ভ্রমনের প্রয়োজন। এক্ষেত্রে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গ্রীষ্ম কালীন ছুটি আগামী ২১ মে তারিখ থেকে আর হাইস্কুলের ছুটি শুরু আজ ১৪ মে তারিখ থেকে, কলেজের ছুটি এপ্রিল মা‌সে‌ শেষ, আর মাদ্রাসার ছুটি ২৩ এপ্রিল‌ থে‌কে ৫ মে পর্যন্ত শেষ এ ক্ষেত্রে দেখা যায় ছুটি আগে পরে হওয়ার কারণে চাকুরীজিবী (শিক্ষকতা পেশায় নি‌য়ো‌জিত) বাবা- মার সাথে প্রাইমারী, হাইস্কুল, কলেজ পড়ূয়া সন্তানের ছুটির মিল না হওয়ায় বছরের এই কাঙ্খিত ছুটি নিয়ে বিপাকে পরতে হয়, এক সঙ্গে পরিবার সহ বেড়ানোর বা অবকাশের ক্ষেত্রে ॥ একই দেশে ভিন্ন ভিন্ন সময় গ্রীষ্ম আসে ??? তাই কোমলমতি শিক্ষার্থীদের মানষিক বিকাশের জন্য বাৎসরিক ছুটি গুলো এক সঙ্গে হওয়া জরুরী । এ জন্য সরকারের বাড়তি কোন অর্থেরও প্রয়োজন হবে না, প্রয়োজন শুধু প্রাথ‌মিক ও গণশিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষা মন্ত্রনালয়ের সমন্বয় ও সদিচ্ছা।। মুহাম্মদ মাহবুবর রহমান (চঞ্চল) সহকারী শিক্ষক ক্ষেতলাল, জয়পুরহাট ০১৭১৮৮১৪৫২০ ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি