Loading..

প্রকাশনা

২৪ জুন, ২০১৬ ১২:০০ পূর্বাহ্ণ

বুদ্ধি প্রতিবন্ধি কে পড়াবেন কিভাবে?
আপনাকে যদি বুদ্ধি প্রতিবন্ধি অর্থাৎ বুদ্ধিতে পিছিয়ে পড়া কোন ছাত্র ছাত্রী পড়ানোর প্রয়োজন পড়ে তা হলে কি করবেন? আপনি কি খুব হতাশ হবেন ? নাকি বিরক্ত বোধ করবেন । মনে রাখবেন আমি ,আপনি সবাই কম বেশী বুদ্ধি প্রতিবন্ধি । বিজ্ঞানী নিউটন , আইনস্টাইন এর মতো অনেক বিখ্যাত মানুষ ও কম বেশী বৃধি প্রতিবন্ধি ছিলেন। মহান আল্লাহ অনেককে হয়তো আমার, আপনার মতো তড়িৎ বুদ্ধি সম্পন্ন করেননি । কিন্তু একবারে যে কম দিয়েছেন তা নয়। তাদের বৃদ্ধির বিকাশ কিংবা প্রকাশ একটু দেরীতে হয় । মনে রাখবেন আপনি মেধাবী ছাত্র ছাত্রীর শিক্ষক শুধু নন। এক জন শিক্ষক হিসাবে আপনার সযতœ প্রয়াশ একজন পিছিয়ে পড়া শিক্ষার্থীকে করে দিতে পারে আমার , আপনার চাইতে আকর্ষণীয় । অনেকের চেয়ে বুদ্ধিমান, বুদ্ধি মতি। তাদের প্রতি শুধু আপনার আমার একটু ধৈর্য আর ভালবাসা দরকার । তাদের কখনো অবহেলা করবেনা । অন্যদের তুলনায় একটি বেশী উৎসাহ দেবেন। তাদের প্রত্যেকের একটা নিজস্ব একটা গন্ডি আছে । আপনি চেষ্টা করুন তাদের ঐ নিজস্ব গন্ডিতে প্রবেশের । তাদের সাথে তাদের মতো আচরন করুন দেখবেন অনেক ভাল কাজ তারা দিতে পারে। এখানে একটা গল্প না বললেই নয় । ছাত্র জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হলে ৪২নম্বর কক্ষে থাকতামআমার চার বন্ধু । আমারা দুইজন ইতিহাস , অপরজন ইংরেজি সাহিত্য ও আর ৪র্থ জন গণিতের অনার্স এর ছাত্র ছিলাম। নিঃসন্দেহে শেষোক্ত জন আমাদের চাইতে মেধাবী ছিলেন।গণিতের পোকা বন্ধুটি কিন্ত স্বভাবে ছিলেন ব্যতিক্রম। ইংরেজি সাহিত্যে ও অনার্স পড়ূয়া বন্দুটি একটু রসিক প্রকৃতির ছিলেন বিধায় প্রায়শঃ এমন সব রসিক গল্প করতেন যে রোমে সব সময়ই হাসা হাসিআর আনন্দ বিরাজমান থাকতো। কিন্তু সমস্যা হলো গণিতের অনার্স পড়–য়া বন্ধুটির ব্যতিক্রমী স্বভাব । তার জন্যে মাঝে মধ্যে রাগ হতো আমাদের । একদিন সন্ধ্যার পর পড়তে বসতেই রসিক বন্ধু এমন একটা চুটকি বললেন যে আমরা তিনজনই হেসে কুটিকুটি।একবারে বিছানা ভেজানোর মতো। কিন্তু গণিতের বন্ধু আমাদের দিকে একটু তাকালেন আর মুখ ফিরিয়ে বিরক্ত প্রকাশ করে পড়ায় মন দিলেন। তার উপর আমাদের রাগ হলো , বেটা নিরস বলে মনে মনে গালি দিয়ে যার যার পড়ায় মন দিলাম । ঘন্টা তিনেক পর সে একা একা আচমকা জোরে হেসে উঠলো । যে আমারাতো অবাক। হলো কি? হাসছো কেন? পাগল টাগল হলে নাকি?গনিতে মাথা খাটাতে খাটাতে সত্যিই গেল নাকি? আমি জানতে চাইলাম । না , না, তোমারা যে সন্ধ্যায় হাসির কথা বললে -----। তার মানে-----? তিন ঘন্টা পরে সে আমাদের হাসির চুটকি খানার অর্থ বুঝতে পারলো। আর হাসতে লাগলো। এসব বুদ্ধিতে পিছিয়ে পড়াদের জন্যে ৫০টি অনুশীলন দিলাম । আপনি কাজে লাগাতে পারেন।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি