Loading..

প্রকাশনা

২১ ফেব্রুয়ারি , ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

উৎপাদন কি ?
উৎপাদন অর্থ তৈরি বা সৃষ্টি করা। মানুষের কোন কিছু সৃষ্টি বা ধ্বংস করার ক্ষমতা নাই। আমরা প্রকৃতি প্রদত্ত সম্পদ সমূহের আকার আকৃতি পরিবর্তন করে, স্থানান্তর করে, সংরক্ষন করে, প্রচার ইত্যাদির সাহায্যে বাড়তি উপযোগ বা মূল্য সৃষ্টি করি। আর তাই উৎপাদন হচ্ছে অভাব পূরন করতে পারে এমন পন্য ও সেবার সৃষ্টিকরন যার আর্থিক মূল্য আছে। নিচে উৎপাদনের কয়েকটি জনপ্রিয় সঙ্গা প্রদান করা হলো- “বিক্রয়ের জন্যে দ্রব্যাদি সৃষ্টি বা পারিশ্রমিক যুক্ত কার্যকলাপ সম্পাদন করাকে উৎপাদন বলে।‍‍” (“ Production is the making of goods for sales.”) -Cairneross “উৎপাদন হচ্ছে একটি প্রক্রিয়া যার সাহায্যে দ্রব্য ও সেবা সৃষ্টি করা হয়।” (“Production is the process by which goods and services are created.”) –E. S. Buffa “পন্য ও সেবা তৈরি করাকে উৎপাদন বলে” (“Production is the creation of goods and services”) -Heizer & Render “উৎপাদন হলো বিনিময়ের মাধ্যমে অন্য লোকের কার্যসন্তুষ্টির উদ্দেশ্যে পরিচালিত যেকোন কার্যক্রম।” (“Production is any activity directed to the satisfaction of other peoples work through exchange”) –J. R. Hikes “উৎপাদন হলো এরুপ কার্য সম্পাদন যার উপযোগ রয়েছে।” (“Production is the discharge of function which has some utility.”) –Remond R Meyar “যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায়, তবে উৎপাদন বলতে উপযোগের সৃষ্টিকে বোঝায়।” (“If consuming means extracting utility from producing means putting utility into”) -Fro. Frasar “উৎপাদন হল এমন একটি পদ্ধতি যার দ্বারা মানুষ প্রকৃতি প্রদ্ত্ত বস্তুকে ভোগের উপযোগী করে তুলতে পারে।” (“Production is a system which helps man to turn natures gift worthy of consumption”) -Fro. Daniyal B. Sweets “প্রত্যাশিত পন্য বা সেবা উৎপাদনের জন্য সম্পদ নির্বাচন, সংগঠন ও নিয়ন্ত্রন কাজই উৎপাদন।” -ডোনাল্ড ডেলমার “এ বস্তু জগতে মানুষ যা করতে পারে তা শুধু এই যে, সে বস্তুকে অধিকতর কার্যোপযোগী করার জন্য তার পুর্নবিন্যাস করতে পারে।” – অধ্যাপক মার্শাল “কোন প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য এক সেট উপাদানকে; যথা- মানুষ, মেশিন, কাচামাল, অর্থ, ব্যবস্থাপনা, কার্য ও পদ্ধতি, রূপান্তর করে নির্দিষ্ট পন্য প্রস্তুত করার জন্য উদ্ভাবিত যে কোন প্রক্রিয়াকে উৎপাদন বলে।” –এল. আর. আগরওয়াল ও কে. সি. জৈন উপরের সঙ্গাগুলো আলোচনা করলে আমরা দেখতে পাই যে, উৎপাদন হলো প্রকৃতি প্রদত্ত সম্পদকে বিভিন্ন উপকরন ব্যবহারের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে চুড়ান্ত পন্যদ্রব্য ও সেবা তৈরির পক্রিয়ায়। তবে যদি আর্থিক মূল্য না থাকে তবে তাকে উৎপাদন বলা যাবে না। যেমন মায়ের সন্তান পালন করা, বাড়ীতে খাওয়ার জন্য সবজী চাষ করা, মা চাল থেকে ভাত রান্না করছেন, এগুলো থেকে উপযোগ সৃষ্টি হয় কিন্তু বিক্রয়যোগ্য মুল্য থাকে না বলে উৎপাদন বলা যাবে না। কিন্তু শিক্ষকের শিক্ষকতা, ডাক্তার-নার্সের সেবা. উকিলের আইনগত পরার্মশ, অভিনেতার অভিনয়, দর্জির কাপড় সেলাই ইত্যাদিকে উৎপাদন বলা হয় কারন আমরা এ ধরনের সেবার জন্যে আর্থিক মূল্য দিয়ে থাকি। সুতরাং উৎপাদন হলো ভূমি (কাঁচামাল), শ্রম, ভবন, ব্যবস্থাপনা. তথ্য-প্রযুক্তি, যন্ত্র এবং শক্তি ব্যবহার করে অর্থের মাধ্যমে বিনিয়োগযোগ্য পন্য ও সেবা প্রস্তুতের জন্যে সম্পদের রুপান্তরকরন কার্যাবলী। আর এই উৎপাদনের মাধ্যমে শিল্পায়নের গতি ত্বরান্বিত হয়।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি