Loading..

প্রকাশনা

২৪ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০০ পূর্বাহ্ণ

প্রাথ‌মিক শিক্ষক‌দের বদলী ।
প্রাথ‌মিক বিদ্যালয়ের প্রধান‌ শিক্ষকগণ দ্বিতীয় শ্রে‌ণি হওয়ায় বদলী নী‌তিমালা প‌রিবর্তন হওয়া আশু প্র‌য়োজন !! বর্তমান সরকার প্রাথমিক শিক্ষা ও শিক্ষক‌দের (মর্যাদা) গুনগত মান বৃ‌দ্ধির জন্য বিভিন্ন পদ‌ক্ষেপ গ্রহন ক‌রে‌ছে এরই ধারাবা‌হিকতায় গত ৯ র্মাচ/১৩ মাননীয় প্রধানমন্ত্রী যুগান্তকারী ঘোষণা দেন সন্মা‌নিত প্রধান শিক্ষকগণদের দ্বিতীয় শ্রেনী ঊন্নীত করণ ।। এ ছাড়া প্রধান শিক্ষক‌দের সকল প্রকার আর্থিক দায় দা‌য়িত্ব মহাপ‌রিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ম‌হোদ‌য়ের নিকট ন্যাস্ত করা হ‌য়ে‌ছে তাই মান সম্মত প্রাথ‌মিক শিক্ষা ‌নি‌শ্চিতকর‌নের জন্য সন্মা‌নিত প্রধান শিক্ষ‌ক ও সহকারী শিক্ষকদের প্রজাতন্ত্রের অন্যান্ন কর্মচারী‌দের ম‌তো ৩ বছর পর পর বদলীর ব্যবস্থা গ্রহন কর‌লে (‌বি‌শেষ ক‌রে নিজ ইউনিয়ন বা নিজ উপ‌জেলার ম‌ধ্যে) বি‌ভিন্ন প‌রি‌বেশগত পা‌রিপা‌র্শ্বিকতায় নি‌জে‌দের যেমন সমৃদ্ধ কর‌বে তেম‌নি বিদ্যালয় তথা প্রাথ‌মিক শিক্ষার মানও বৃ‌দ্ধি হবে। তাছাড়া দেখা যায় অনেক সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকগণ চাকু‌রি জীব‌নের শুরু‌তে যে বিদ্যাল‌য়ে যোগদ‌ান কর‌ছে সারা জীবন চাকুরী ক‌রে, সেই বিদ্যালয় থে‌কে অবসর গ্রহন কর‌ছে এতে ক‌রে ঐ বিদ্যালয় "ই" শুধু সফলতা বা বিফলতা ভোগ করছে ।। উল্লেখ্য সম্প্র‌তি মন্ত্রনালয় কর্তৃক প্র‌শিক্ষণ (Teachers Support Network Through Lesson Study ~ অথাৎ শিক্ষক‌দের সমর্থনে গ‌বেষণার মাধ্য‌মে পা‌ঠের বিস্তা‌র) এর উদ্দেশ্যও সা‌ধিত হ‌বে।। তাই মান সম্মত প্রাথমিক শিক্ষা দ্রুত বাস্তবায়‌নের জন্য এ বিষ‌য়ের প্র‌তি সং‌শ্লিষ্ট কর্তৃপ‌ক্ষ ম‌হোদয়গ‌ণের জোরা‌লো দৃ‌ষ্টি দেওয়ার অনু‌রোধ কর‌ছি ।। সহকারী শিক্ষক মুহম্মদ মাহবুবর রহমান (চঞ্চল) ‌ক্ষেতলাল,জয়পুরহাট ।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি