Loading..

ডকুমেন্ট

১৩ এপ্রিল, ২০১৮ ১২:০০ পূর্বাহ্ণ

শুভেচ্ছা নিলাম দিতে পারলাম না

শুভেচ্ছা নিলাম  দিতে পারলাম না

 

 

নববর্ষের অসংখ্য শুভেচ্ছা

পেলাম আর শুধু নিলাম

কিন্তু দিতে পারলাম না।

কারণ আমি দিতে চাই

বাংলা মায়ের মৌ মৌ গন্ধের সুবাতাস

আমি দিতে চাই

মমতাময়ী মায়ের রান্না দেশী খাবার

কিন্তু অভিজাত হোটেলের আভিজাত্য খাবারে তার স্থান নাই

আমি দিতে চাই, নিতে চাই

মনে-প্রাণে বাংলার বাঙালীয়ানা

কিন্তু মেকি সাজে তা হয়ে উঠেছে ওয়েস্টার্ন

আমি দিতে চাই

পান্তা-পেঁয়াজ-মরিচ

কিন্তু দামী ইলিশ ছাড়া বর্ষবরণ বেমানান

তাই আমার বর্ষবরণ হয়না

অবশ্য প্রতিদিনই আমার নববর্ষ হয়

প্রতিনিয়তই নতুন মনে হয় পৃথিবীটাকে

সবকিছুকে ভাল লাগানোর চেষ্টা করি মনে প্রাণে

সকলকে ভালবাসি উজার করে

একে অপরের আপনজন হযে থাকতে চাই

বাঙালী-বাংলাদেশী হয়ে

কিন্তু সকলে হারিয়ে যাবে না তো

ওয়েস্টার্ন কিংবা

কোনদিন মেকির আবর্তে।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি