Loading..

খবর-দার

২১ নভেম্বর, ২০১৮ ১২:০০ পূর্বাহ্ণ

একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে হতে হবে আইসিটি নির্ভর নিপুন কারিগর।
আধুনিক যুগ তথ্যভাণ্ডারে যুগ, এখানে তালমিলিয়ে চলতে হলে আইসিটি জ্ঞানের বিকল্প নেই।বৃহৎ অর্থে বলতে গেলে, শিক্ষা-নির্নায়ক, সংগঠক এবং গবেষক প্রত্যেকেই শিক্ষাক্ষেত্রে আইসিটি-র সু-প্রভাব সম্পর্কে একমত। যেটা এখনও তর্কের বিষয় তা হল শিক্ষাক্ষেত্রে আইসিটি-র কতটা পরিশীলিত ব্যবহার হওয়া উচিত এবং বাস্তবে তা কতটা পূরণ করা সম্ভব। এই বিভাগে আছে তথ্য লেখা, রিপোর্ট এবং শিক্ষামুলক পত্রিকার সঙ্গে অনলাইন সংযোগ ও ওয়েবসাইট যা শিক্ষাক্ষেত্রে আইসিটি-র প্রভাবকে ব্যক্ত করে এবং বিদ্যালয়ে প্রযুক্তির ব্যবহার কী ভাবে হবে তা নির্ণয় করে। এই বিভাগ শিক্ষাক্ষেত্রে আইসিটি-র ব্যবহার কতটা ফলপ্রসু তা ব্যাখ্যা করে। তার সঙ্গে এই সব তথ্য ও তার ব্যাখ্যামূলক অনুশীলন পরবর্তীকালে শিক্ষাক্ষেত্রে আইসিটি-র ব্যবহারের ব্যাপারে সাহায্য করতে পারে। কোন বিষয় গুরুত্ব দেওয়া উচিত, কোন বিষয়ে শিক্ষা দেওয়া উচিত, এবং কোন বিষয় বাদ দেওয়া উচিত সে সম্পর্কে সঠিক পথ দেখায় আই সিটি। ICT শিক্ষাক্ষেত্রে যেমন নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে, তেমন নতুন চ্যালেঞ্জ-এর সম্মুখীন করে দিয়েছে। ICT জানা এবং ICT না জানা মানুষের মধ্যে যে বিভাজন, তাকে Digital Divide বলা হয়। ICT সমগ্রির মূল্য এখনও সর্বসাধারণের সামর্থের মধ্যে না থাকায় দেশের সকল মানুষের পক্ষে ICT সমগ্রী ক্রয় করা সম্ভব হচ্ছে না, ফলে সবাই সমানভাবে ICTব্যবহার করতে পারছে না। যারা ICT জানে না তাদের তুলনায় ICT জানা মানুষেরা কর্মক্ষেত্র, ব্যবসায়-বানিজ্য, সরকারি সেবা গ্রহণ ইত্যাদি সকল ক্ষেত্রে অধিক সুবিধা পেয়ে থাকে। এর ফলে এই দুই ধরণের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে পার্থক্য বা বৈষম্য সৃষ্টি হয়। এই বৈষম্য দূর করার জন্য এবং সভ্যতার সাথে তাল মিলিয়ে চলার জন্য একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে হতে হবে এক জন দক্ষ নিপুন আই সি টি নির্ভরশীল কারিগর।