Loading..

খবর-দার

২২ নভেম্বর, ২০১৮ ১২:০০ পূর্বাহ্ণ

শিক্ষা অধিদপ্তরে নতুন মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক স্যারকে অভিনন্দন।

শিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) এ কলেজ পর্যায়ের প্রভাষকদের 34th ICT ট্রেনিং অনুষ্ঠিত হয়। উক্ত ট্রেনিং এ আমি অংশ গ্রহণ করি।ট্রেনিং এর সুবাদে স্যারের সাথে সাক্ষাত হয়। ১ অক্টোবর, ২০১৮ ইং তারিখে সনদ বিতরন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৩১ জন প্রভাষকগণের মধ্যে চুড়ান্ত মূল্যায়নে ২য় স্থান অর্জনে করি। ২য় পুরস্কার “অসমাপ্ত আত্নজীবনী” গ্রহণকালে স্যারের সাথে হ্যান্ড সেক হয়। পুরস্কার গ্রহণকালে স্যার বলে বইটি একটু পড়িও। আমার তখন খুবই ভাল লাগে । সনদ গ্রহনকালে স্যারের সাথে আবার হ্যান্ড সেক হয়। অর্থ্যাৎ ২বার হ্যান্ড সেক হয়। বড়দের হাসের স্পর্শে নিজেকে আরো এগিয়ে যেতে ইচ্ছা করে। আরো শক্তি যোগায় এবং শক্তি তৈরি হয়।

ধন্যবাদ জানাই এ.কে এম শাহ আলম স্যারকে, কম্পিউটার প্রোগ্রামার, আইসিটি সেল ও ধন্যবাদ জানাই মোঃ ফখরুল ইসলাম স্যারকে, কম্পিউটার সুপারভাইজার এবং আরো ধন্যবাদ জানাই নায়েম পরিবারের সকল সদস্যকে।

পরিশেষে মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক স্যারের সুস্থাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।