Loading..

খবর-দার

২৯ নভেম্বর, ২০১৮ ১২:০০ পূর্বাহ্ণ

আমরা চাই পাট থেকে তৈরী সোনালী ব্যাগ যা পরিবেশ-বান্ধব

সেদিন টিভিতে খবর দেখছিলাম । হঠাৎ চোখে পড়ল পাট থেকে সোনালী ব্যাগ তৈরির খবর । সেজন্য অনেক অনেক ধন্যবাদ জানালাম প্রখ্যাত বিজ্ঞানী পরমাণু শক্তি কমিশনের সাবেক মহাপরিচালক ও বাংলাদেশ জুটমিল করপোরেশনের বৈজ্ঞানিক উপদেষ্টা ড. মোবারক আহমদ খান স্যারকে ।

ওহ কি যে ঝামেলায় ছিলাম প্রচলিত অমর ও অক্ষয় পলিথিন ব্যাগ নিয়ে । বিশেষ করে আমাদের রাস্তার ড্রেনগুলো থেকে যখন কিছুতেই পানি সহজে নিষ্কাশন হয় না । গাছ লাগানোর উদ্দেশ্যে মাটি খুড়লেই পলিথিন । আমাদের জমির উর্বরতা শক্তি নষ্ট করে দিচ্ছে এই পলিথিন । যত প্রাকৃতিক দূর্যোগ এর নেপথ্যে কাজ করছে পলিথিন।

 এই যখন আমাদের অবস্থা ঠিক সেই সময় খুশির বারতা নিয়ে এল সোনালী ব্যাগ । শুনলাম এ ব্যাগের বিশেষ বৈশিষ্ট্য এটি ব্যাবহারের পর মাটিতে ফেলে দিলে তা মাটিতে মিশে যায় আবার উপরন্তু সারেরও কাজ করে । তাই আমরা সবাই চাই পরিবেশ বান্ধব এই সোনালী ব্যাগ ।