Loading..

খবর-দার

৩০ নভেম্বর, ২০১৮ ১২:০০ পূর্বাহ্ণ

আগামীকাল বিশ্ব এইডস দিবস  
আগামীকাল বিশ্ব এইডস দিবস   ‘এইচআইভি পরীক্ষা করুন; নিজেকে জানুন’ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব এইডস দিবস পালন করা হবে আগামীকাল ১লা ডিসেম্বর। প্রতিবারের মতো এবারও বাংলাদেশে দিবসটি পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এইডস এর বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশ্ব সম্প্রদায় ১৯৮৮ সাল থেকে বিশ্ব এইডস দিবস পালন করে আসছে। ইউএনএইডস এর তথ্যমতে বর্তমানে বিশ্বে প্রায় ৩৪ মিলিয়ন মানুষ এইডস-এ আক্রান্ত এবং এ পর্যন্ত প্রায় ৩৫ মিলিয়ন মানুষ এ মরণঘাতি রোগে মৃত্যুবরণ করেছে। সারা দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি সব জায়গার শিক্ষকদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। তবে শিক্ষকদের পাঠদান এ বিষয়টি খুব একটা গুরুত্ব পায়নি। স্কুল-কলেজ কিংবা ক্লাবগুলোতে যদি আলাদা করে একটি যুববান্ধব কর্নার করা যেত, তাহলে বন্ধুদের সঙ্গে কথা বলে এ ব্যাপারে আরও সচেতন হওয়া যেত।