Loading..

খবর-দার

০৩ ডিসেম্বর, ২০১৮ ১২:০০ পূর্বাহ্ণ

নিজের অ্যান্ড্রয়েড ফোনকে বানিয়ে ফেলুন স্যাটেলাইট ফোন, কল করুন নেটওয়ার্ক ছাড়াই!
কীজলে-জঙ্গলে-আকাশে যেখানেই থাকুন না কেন, এ বারে একটা বিষয় একেবারে নিশ্চিত। আপনার মোবাইলের নেটওয়ার্ক আর আপনার সঙ্গে লুকোচুরি খেলতে পারবে না। কারণ মোবাইল স্ক্রিনে নেটওয়ার্ক দেখাক বা না দেখাক, ফোন করতে কোনও সমস্যাই হবে না! কি ভাবে? মাত্র কয়েকটা ধাপে খুব সহজে আপনার স্মার্টফোনকে স্যাটেলাইট ফোনে বদলে ফেলে। থুরায়া নামে একটি স্যাটেলাইট ফোন প্রস্তুতকারক সংস্থা অ্যাডাপ্টর এবং স্যাটস্লিভ অ্যাপের মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করেছে। থুরায়া মূলত সংযুক্ত আরব আমিরশাহির আঞ্চলিক মোবাইল স্যাটেলাইট সার্ভিস প্রদানকারী সংস্থা। সাধারণ স্মার্টফোন এবং স্যাটেলাইট ফোনের পার্থক্য কী? স্মার্টফোন নিজস্ব মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে। কিন্তু স্যাটেলাইট ফোনের ক্ষেত্রে তেমন কোনও নেটওয়ার্কের প্রয়োজন নেই। পরিবর্তে সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করে ফেলে এই ফোন। আইফোন এবং কিছু সংস্থার অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা একটি স্যাটেলাইট অ্যাডাপ্টর এবং স্যাটস্লিভ অ্যাপের মাধ্যমে নিজের স্মার্টফোনকে স্যাটেলাইট ফোনে বদলে ফেলতে পারেন। স্যাটস্লিভ থুরায়া সংস্থারই একটি অ্যাপ। স্যাটেলাইট অ্যাডাপ্টরের সঙ্গে স্মার্টফোন যুক্ত করার পর ফোনে এই অ্যাপ খুলতে হয়। স্যাটস্লিভ অ্যাপ আপনার ফোনের সঙ্গে স্যাটেলাইটের যোগাযোগ স্থাপন করবে। ফোনের যাবতীয় কনট্যাক্টের অ্যাকসেস পাবেন এই অ্যাপের মাধ্যমে। ফোন, মেসেজ, ই-মেল বা সোশ্যাল মিডিয়া— স্মার্টফোনে যে যে কাজ আপনি করতেন সবই করতে পারবেন স্যাটেলাইট মোড অন হওয়ার পর। আবার প্রয়োজনে মোড বদলে স্যাটেলাইট থেকে সাধারণ স্মার্টফোনেও পাল্টে নিতে পারেন নিজের ফোনকে।