Loading..

খবর-দার

০৭ ডিসেম্বর, ২০১৮ ১২:০০ পূর্বাহ্ণ

"সাম্প্রতিক একটি ঘটনার আলোকে গণসচেতনতা তৈরির লক্ষ্যে।"
সারা দেশের সকল teenage ভাই, বোন ও শিক্ষার্থী বন্ধুদের প্রতি জোর অনুরোধ, জীবনের যে কোন পরিস্থিতিতেই হোক না কেন আত্মহত্যা বা এই ধরনের কঠিন কোন সিদ্ধান্ত কোনভাবেই নিবেনা। এত কঠিন কোন সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত একবার ভেবে দেখবে তোমাদের সেই বাবা-মা'র কি হবে, যারা তোমাকে নিয়ে হাজারো স্বপ্ন দেখছে। যারা তোমার স্বপ্ন পূরণ করতে নিজেদের সকল স্বপ্ন, সুখ-শান্তি বিসর্জন করে দিয়েছে। যারা তোমার উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করতে নিজেদের বর্তমান/ ভবিষ্যত সবই বিলিয়ে দিচ্ছে। যারা নিজে না খেয়ে তোমাকে খাইয়েছে। যারা ঈদে তোমার নতুন জামা কিনতে গিয়ে নিজের জন্য কিছুই কিনেনি। একবার ভেবে দেখবে যে, তোমার সামান্য জ্বর হলে যারা রাতের পর রাত ঘুমায়না, তোমার এমন পরিণতিতে তখন তাদের কি অবস্থা হবে। তাছাড়া তোমার পরিবার, সমাজ ও দেশের প্রতি কি তোমার কোন দায়িত্ব নাই? মনে রেখোঃ- ১. সব সময় নিজের রাগ ও উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবে। ২. তুমি বা তোমার প্রিয়জন যদি কারো দ্বারা ক্ষতিগ্রস্থ, প্রতারিত বা অপদস্থ হয় তবে মনে রাখবে সে যতই শক্তিশালী হোক না কেন তার বিচার করার জন্য কিন্তু সৃষ্টিকর্তা রয়েছেন। একদিন না একদিন তার বিচার হবেই। ৩. যদি প্রেম সংক্রান্ত বিষয় হয়, তবে মনে রাখবে এগুলো সাময়িক একটু কষ্ট দিলেও মানুষ খুব দ্রুতই ভুলে যায়। চির আপনজন মা-বাবার মৃত্যুওতো মানুষ ১/২ মাসে ভুলে যায়। তাছাড়া কদিনের ভালবাসার মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে এমন সিদ্ধান্ত নিলে, তাদের কি দোষ যারা তোমার জম্মের আগে থেকে তোমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালবাসে। ৪. দূর্ভাগ্যবশত পরীক্ষায় কারো ফলাফল খারাপ হলে লজ্জা পাওয়া বা মন খারাপ করা কিছু নাই। কারণ পাশ/ফেল মানুষের জীবনে হতেই পারে। আর SSC বা HSC তে ফেল করেও পরবর্তীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আরও বড় কিছু হওয়ার উদাহরণও অনেক আছে। ৫. অবসর সময়ে খেলাধুলাসহ বিভিন্ন বিনোদনমূলক কাজে ব্যস্ত থাকবে। আজেবাজে প্রবণতা যেন মনে না আসে সে লক্ষ্যে ওয়ালেট বা পার্টসে সবসময়ই মা-বাবা এবং অন্যান্য প্রিয়জনের ছবি রাখবে। মন বেশি খারাপ হলে মা-বাবার ছবি দেখে তাদের কথা ভাববে। ৬. আত্মহত্যা কোন সমস্যার সমাধান না। তাছাড়া ইসলামে আত্মহত্যা সম্পূর্ন নিষেধ। হাদিস মতে- আত্মহত্যাকারী দুনিয়া ও আখেরাত উভয় হারায়। কোন আত্মহত্যাকেই কেউ কোনদিন ভাল চোখে দেখেনি। জীবন আল্লাহ প্রদত্ত মহামূল্যবান সম্পদ। তাই জীবনকে ধ্বংস নয়, উপভোগ কর। জীবনটাকে মানুষের কল্যানে কাজে লাগাও। অবশেষে সবার প্রতি বিনীত অনুরোধ, যেহেতু বয়ঃসন্ধিকালের শিশু/ কিশোররা অত্যন্ত আবেগ প্রবন থাকে, সেহেতু আপনার বাড়ির কিশোর/কিশোরীদের সাথে বিষয়টি আলোচনা করবেন। তাদের বুঝাবেন। এবং অবশ্যই তাদের সাথে সবসময় বন্ধুসুলভ আচরণ করবেন।