Loading..

উদ্ভাবনের গল্প

১৭ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

গতিশীলতাই পরিবর্তনশীলতা!!!!

 

সবপ্নের স্কুল গড়ি , নিজেকে দিয়ে শুরু করি

বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বেতাগা, ফকিরহাট, বাগেরহাট এ অবস্থিত। এখানে প্রায় ৩০০ শিক্ষার্থী পড়ালেখা করে এবং ৩/৪ কিলোমিটার দূর থেকে স্কুলে যাতায়ত করে। এর ফলে শিক্ষার্থীদের সময়, শ্রম ও অর্থের অপচয় হতো এবং প্রায়ই পথিমধ্যে ইভটিজিং এর শিকার হতে হতো যেটা শিক্ষার্থিদের জন্য শিক্ষা কার্যক্রমে মনোনিবেশ কঠিন  ছিলো । এই সমস্যা সমাধানের জন্য সম্মানিত শিক্ষক মন্ডলি,প্রধান শিক্ষকের উদ্যোগ এবং অভিভাবকের ইচ্ছায় আজ প্রায় ৮০% শিক্ষার্থী সাইকেল  ব্যবহার করে স্কুলে যাওয়া  আসা করে। 

যার ফলে শিক্ষার্থীদের উক্ত সমস্যা গুলোর স্থায়ী সমাধান হয়েছে । তাদের এই পরিবর্তন জীবনকে করবে আরো গতিময় !! 

হয়তো ওরাই হবে সোনার বাংলাদেশ গড়ার এক এক জন সৈনিক!!! 

 

ধন্যবাদ সবাইকে

রূম্পা দাশ

সহকারি শিক্ষক ( আইসিটি)

বেতাগা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়

ফকিরহাট, বাগেরহাট।