Loading..

উদ্ভাবনের গল্প

২৩ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

Innovative video Of Mosa Rahima Khanum.
বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালাতে গিয়ে শিশুদের ঝিমিয়ে পড়া দেখে খুবই চিন্তায় পড়ে যাই।শিশুরা ক্লাসে মনোযোগী হতে পারছে না। চিন্তা করলাম কী করা যায় ছাত্রছাত্রীদের জন্য। ছাত্রছাত্রীদের সাথে আলোচনা করলাম,তোমরা যদি ক্লাসে মনোযোগী হও,ক্লাস পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তাহলে আমি তোমাদের ক্লাসপার্টির আয়োজন করব।আনন্দের বন্যা বয়ে গেল ক্লাসে।খুশীর আমেজে ক্লাস খুব সুন্দর ভাবে চলতে লাগল।প্রতি ক্লাসে উপস্থিতি বেড়ে গেল।আমি মনে করি যে শিশুদের মাঝে আনন্দ ঘন পরিবেশ তৈরী করতে পারলে আমরা আমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে পারব।শিশুদের আনন্দ দেখে নিজ খরচে এবং নিজ উদ্যোগে ক্লাস-পার্টির আয়োজন করি।পর্যারক্রমে অন্য ক্লাস ও এভাবে চলতে থাকে। ক্লাস-পার্টি শেষে আমি আমার শ্রেণি কার্যক্রম চালাতে গিয়ে খুবই ভাল ফলাফল পেয়েছি।সেই ধারাবাহিকতা বজায় রাখতে আমার বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ এই ক্লাস পার্টি করতে আগ্রহী হয়েছেন।আমার বিদ্যালয়ের ছাত্রছাত্রী নিয়মিত বিদ্যালয়ে আসে এবং পড়ালেখা ভালোভাবে করে ক্লাস পরীক্ষায় পাশ করার চেষ্টা করে।