Loading..

ম্যাগাজিন

২৫ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

Concept of mole & chemical calculations - ssc chemistry

অধ্যায় – ৬ – মৌলের ধারণা ও রাসায়নিক গণনা

Chap-6-Concept of mole & Chemical Calculations

...................................................................................................................................

 

১। সাদিক পরীক্ষাগারে 80g চুনাপাথরকে তাপ দিয়ে 39g ক্যালসিয়াম অক্সাইড তৈরি করল । এই ডাটা তার শিক্ষককে দেখাল । শিক্ষক বললেন চুনাপাথর বিশুদ্ধ নয় । সাদিক এর কারন জিজ্ঞাসা করলেন ।

ক) বিক্রিয়ক ও উৎপাদ কাকে বলে ?

খ) রাসায়নিক গণনায় লিমিটিং বিক্রিয়কের গুরুত্ব উল্লেখ কর ।

গ) বিশুদ্ধ ৮০ গ্রাম চুনাপাথর থেকে সর্বোচ্চ কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া সম্ভব ?

ঘ) উদ্দীপকের চুনাপাথরে ভেজালের শতকরা পরিমাণ নির্নয় কর ?

২। রফিক সাহেব রসায়ন ল্যাবে রিয়েজেন্ট খুজতে গিয়ে দেখলেন, একটি বোতলের লেবেলে কোন নাম নেই । শুধু শতকরা সংযুক্তি N=36.80%, O=63.2% এবং বাষ্প ঘনত্ব 38 লেখা আছে । পরে তিনি যৌগটির নাম ও সংকেত বোতলে  লিখে দিলেন ।

ক) Stochiometry কি ? 

খ) ১৬ গ্রাম অক্সিজেনের প্রমান তাপমাত্রা ও চাপে  আয়তন কত ?

গ) বোতলের যৌগটির আনবিক সংকেত বের কর ।

ঘ) “স্থুল সংকেত ছাড়া আনবিক সংকেত বের করা সম্ভব নয়” কথাটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর ।

৩। P যৌগের বাষ্প ঘনত্ব 90 । যৌগটির 6.7g বিশ্লেষণ করে 0.45g হাইড্রোজেন, 2.7g কার্বন, 3.6g অক্সিজেন পাওয়া গেল । মৌলসমূহের এবং যৌগের এই ভরগুলো ব্যবহার করে P এর শতকরা সংযুক্তি এমনকি স্থুল সংকেত ও আনবিক সংকেত বের করা সম্ভব ।

ক)  অ্যানালার কি ?

খ) দু’টি ভিন্ন যৌগের কী একই স্থুল সংকেত থাকতে পারে ?

গ) P এর শতকরা সংযুক্তি বের কর ।

ঘ) P এর শতকরা সংযুক্তি ব্যবহার করে P এর আনবিক সংকেত বিশ্লেষণ কর ।

৪।         i)    H2 + O2 = 2H2O

             ii) CaCO3    (Heat) = CaO  + CO2

ক) মোলার আয়তন কি ?

খ) ১ গ্রাম কার্বনে কতটি কার্বন পরমাণু আছে ।

গ) ১ নং বিক্রিয়ায় 54g H2O  উৎপন্ন করতে কতগ্রাম অক্সিজেন দরকার ?

ঘ) উদ্দীপকের ২ নং বিক্রিয়া অনুসারে 80g CaO  পাওয়া গেল – উৎপাদের শতকরা পরিমাণ হিসাব কর ।

৫।  একটি খনি থেকে 150g চুনাপাথর সংগ্রহ করা হল । এ চুনাপাথর থেকে প্রাপ্ত গ্যাসের আয়তন মাপা হল ।

ক) প্রমান তাপমাত্রা ও চাপ বলতে কী বুঝ ?

খ) স্থুল সংকেত ও আণবিক সংকেতের দুটি পার্থক্য লিখ ।

গ) উদ্দীপকের বিক্রিয়ায় প্রমান তাপমাত্রা ও চাপে 150g চুনাপাথর থেকে কত মোল CO2 গ্যাস উৎপন্ন হবে ?

ঘ) উদ্দীপকের বিক্রিয়ায় প্রমান তাপমাত্রা ও চাপে 150g চুনাপাথর থেকে কত লিটার  CO2 গ্যাস উৎপন্ন হবে ?

 

৬। রেজা ১.৫ গ্রাম কার্বনকে বাতাসে (অক্সিজেনে) দহন করে প্রমান তাপমাত্রা ও চাপে X লিটার CO2 গ্যাস উৎপন্ন করল । অপরদিকে সুমাইয়া ১ কেজি চুনাপাথরকে উত্তপ্ত করে প্রমান তাপমাত্রা ও চাপে Y লিটার CO2 গ্যাস উৎপন্ন করল ।

ক) লিমিটিং বিক্রিয়ক কাকে বলে ?

খ) ব্লু –ভিট্রিওলে কেলাস পানির শতকরা পরিমাণ কত ?

গ) X ও  Y এর মান হিসাব কর ।

ঘ) ১.৫ গ্রাম  কার্বন ও 1.5g অক্সিজেন থেকে কত লিটার CO2 গ্যাস উৎপন্ন হবে ?

৭।       i)       Al2O3 + HCl   = AlCl3 + H2O

  1. 2Mg + O2 = 2MgO

ক) আণবিক সংকেত কাকে বলে ?

খ) ১ম সমীকরণ সমতা বিধান করে বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থাসহ পুনরায় লিখ ।

গ) ২য় সমীকরণ অনুসারে হিসেব করে বের কর 10g MgO উৎপাদন করতে কতগ্রাম অক্সিজেন দরকার ?

ঘ) ২য় সমীকরণ অনুসারে ১০ গ্রাম MgO উৎপাদনের উদ্দেশ্যে ৪ গ্রাম Mg ধাতু ও ৪ গ্রাম অক্সিজেনের মধ্যে বিক্রিয়া ঘটানো হলে প্রত্যাশিত পরিমাণ উৎপাদ পাওয়া যাবে কি ? যৌক্তিক ব্যাখা দাও ।

৮। টুটুল পরীক্ষাগারে তুতে ও Na2CO3 নিয়ে কাজ করছিল । সে দুটি যৌগের নির্দিষ্ট পরিমাণ নিয়ে পরীক্ষা শুরু করল ।

ক) মোলারিটি বলতে কি বুঝ ?

খ) আণবিক সংকেত থেকে কোন যৌগের সংযুক্তি নির্ণয়ের ধাপগুলো কী কি ? রাসায়নিক সমীকরনে বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা প্রকাশের রীতি উল্লেখ কর ।

গ) 1 লিটার 0.1 মোলার দ্রবণে কী পরিমাণ Na2CO3 দ্রবীভূত থাকে ?

ঘ) তুমি কিভাবে 2 লিটার 0.1 মোলার তুঁতের দ্রবন প্রস্তুত করবে ?

Try to Yourself

  • প্রমান অবস্থায় 10 g হাইড্রোজেন গ্যাসের আয়তন কত ?
  • 2 লিটার 0.1 মোলার Na2CO3 দ্রবনের মধ্যে কী পরিমাণ Na2CO3 আছে ?
  • 250 mL আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার NaCl দ্রবন কিভাবে প্রস্তুত করবে ?
  • 250 mL দ্রবণে 20g Na2CO3 থাকলে Na2CO3 দ্রবনের মোলারিটি কত ?
  • 0.75 মোলার Na2CO3 দ্রবনের মধ্যে 20g Na2CO3 দ্রবীভূত থাকলে ঐ দ্রবনের আয়তন কত মিলিলিটার ?
  • 100 mL দ্রবণে 4g NaOH থাকলে দ্রবনের মোলারিটি কত ?
  •  100 mL দ্রবণে 4g HCl থাকলে দ্রবনের মোলারিটি কত ?
  • Al2(SO4)3, HCl, NaCl, H2O এর শতকরা সংযুক্তি কত ?

.........................................................................................................................

Written By,

Md. Akmol Hossain

Lecturer (Chemistry)

Rabeya-Ali Girls' School & college

Gopalganj Sadar, Gopalganj

 

 

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি