Loading..

ম্যাগাজিন

২৫ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

অধ্যায় : ৯ ( এসিড ক্ষার সমতা) ; মাধ্যমিক রসায়ন

অধ্যায় : ৯ ( এসিড ক্ষার সমতা)

(প্রশ্ন তালিকা)

............................................................................................................................

সংজ্ঞা লিখঃ

রাসায়নিক বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, জারণ(রেডক্স) বিক্রিয়া, বিজারণ(নন রেডক্স) বিক্রিয়া, অধঃক্ষেপণ বিক্রিয়া, আর্দ্রবিশ্লেষণ বিক্রিয়া, বিক্রিয়ার হার, একমুখী বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, বিযোজন বিক্রিয়া, জারক, বিজারক, সমাণু, রাসায়নিক সাম্যাবস্থা, কেলাস পানি,  ।

সৃজনশীল সহায়ক প্রশ্ন :

১। ক. এসিড কাকে বলে ?
খ. সফট ড্রিংকস, লেবু, কমলা, তেতুঁল এবং ভিনেগারে কোন এসিড বিদ্যমান থাকে ? এ এসিডগুলো আমাদের কোন উপকারে আসে ?
গ. আমাদের পাকস্থলীর দেওয়ালে কোন এসিড সৃষ্টি হয় ? এটি অতিরিক্ত সঞ্চিত হলে কি সমস্যা হয় ? কিভাবে এর প্রতিকার করা হয় ? বর্ণনা দাও ।
ঘ. এসিডের রাসায়নিক ধর্মে পানির কোন ভূমিকা আছে কি ? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও।

২। ক. জৈব এসিড এবং অজৈব এসিড কি ?
খ. এসিডের বৈশিষ্ট্য লিখ।
গ. একটি পাত্রে একটি য্যৌগ রাখা আছে – এটি একটি এসিড কিভাবে প্রমাণ করবে ।
ঘ. এসিডের পাঁচটি গুরুত্ব পূর্ণ বৈশিষ্ট্য – বিক্রিয়া সহ আলোচনা কর ।

৩। ক. ধাতুর সক্রিয়তাক্রম কাকে বলে ?
খ. ধাতুর সক্রিয়তাক্রমে হাইড্রোজেনকে স্থান দেওয়ার কারণ কি ?
গ. সবল এসিড এবং দূর্বল এসিড কি ? সবল ক্ষার এবং দূর্বল ক্ষার এর সংজ্ঞা দাও ।
ঘ. রাসায়নিক পদার্থ সমূহের রাজা কাকে বলে ? এর প্রস্তুতির শর্ত কি ? আলোচনা কর।

৪। ক. ক্ষার এবং ক্ষারক কাকে বলে ?
খ. সকল ক্ষারই ক্ষারক কিন্তু সকল ক্ষারক ক্ষার নহে – আলোচনা কর।
গ. অ্যামোনিয়া ক্ষার ধর্মী কেন ? ব্যাখ্যা কর ।
ঘ. দৈনন্দিন জীবনে ব্যবহৃত কতিপয় ক্ষারের নাম লেখ এবং এদের ব্যবহার লিখ।

৫। ক. ক্যালসিয়াম আয়ন, অ্যালুমিনিয়াম আয়ন, ফেরাস আয়ন, ফেরিক আয়ন, কপার আয়ন এবং জিংক আয়নের সনাক্তকরণ পরীক্ষা লিখ।
খ. ক্ষারের রাসায়নিক ধর্মে পানির ভূমিকা আলোচনা কর ।
গ. সালফিউরিক এসিড বিপদজনক কেন ? এতে কেন পানি মেশানো উচিত নয় ? এটি শরীরে পড়লে দ্রুত কি ব্যবস্থা নেওয়া উচিত – বর্ণনা দাও।
ঘ. ক্ষারের বৈশিষ্ট্য বিক্রিয়া সহ আলোচনা কর।

.........................................................................................................................

Prepared By,

Md. Akmol Hossain

Lecturer (Chemistry)

Rabeya-Ali Girls' School & College

Gopalganj Sadar, Gopalganj

E-mail: [email protected]

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি