Loading..

উদ্ভাবনের গল্প

২৮ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

স্বপ্ন উড়ান

“স্বপ্নের স্কুল গড়ি, নিজেকে দিয়ে শুরু করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চেষ্টা করছি প্রতিনিয়ত নতুন নতুন পদ্ধতি উদ্ভাবন করে শ্রেণি  কার্যক্রম পরিচালনা করতে, আমার কাজে শিক্ষার্থীরাই থাকে প্রধান। আমি থাকি সহায়ক হিসেবে। আমি বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এমন কিছু পদ্ধতি শিক্ষার্থীদের সহায়তায় পরিচালনা করে যাচ্ছি যা বিদ্যালয়ের পূর্বে ঠিক এভাবে হয়নি যেমন-শিক্ষার্থীরা প্রতিটি শ্রেণিতে প্রাথমিক চিকিৎসা বক্স তৈরি করে তা সংরক্ষণ ও প্রয়োজনে ব্যবহার করছে। উন্নয়ন ক্ষেত্র নামে একটি বক্স তৈরী করেছে যেখানে তারা তাদের সুবিধা-অসুবিধার কথা শ্রেণি শিক্ষকের কাছে পেশ করে। আমি শিক্ষার্থীদের নিয়ে মহানুভবতার দেয়াল নামে একটি কর্নার তৈরী করতে সক্ষম  হয়েছি, যেখানে শিক্ষার্থীরা প্রতিদিন কমপক্ষে একটি করে ভাল কাজের বর্ণনা তুলে ধরে। বর্তমানে শ্রেণিতে শিক্ষার্থীদের  উপস্থিতির হার প্রায় শতভাগ। আমি শিক্ষার্থীদের সহায়তায় বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব খুলেছি যার পুরো দায়িত্ব বহন করছে শিক্ষার্থীরা। আমি মনে করি এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ের প্রতি ভীতি মনোভাব দুর হয়ে বিজ্ঞানের প্রতি তাদের আরো আগ্রহী করে তোলা সম্ভব। এই ক্লাবের মাধ্যমে এ বছর ন্যাশনাল সাইন্স ফিয়ারে ৫টি দল অংশ গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি তাদের সর্বাঙ্গিন সফলতা কামনা করছি।