Loading..

উদ্ভাবনের গল্প

২৯ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

স্বপ্নের স্কুল
স্বপ্নের স্কুল গড়তে হলে সবার আগে নিজেকে গড়তে হবে। তাই নিজকে দক্ষ করার লক্ষ্যে আমি মুক্তপাঠ এবং MIE এর কোর্সগুলো সম্পন্ন করতে থাকি। আমার সহযোগিতায় আমার বিদ্যালয়ের সকল শিক্ষক "মুক্তপাঠ" এবং "শিক্ষক বাতায়ন" এর সদস্য হয়। মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদানের ফলে আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠের প্রতি বেশ আগ্রহ লক্ষ্য করা যায়। হাতে-কলমে বিজ্ঞান শিক্ষায়ও আমি তাদের আনন্দ খুঁজে পেয়েছি। শিক্ষার্থীদের শ্রেণির কাজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রকাশ পেলেও শিক্ষার্থীরা খুশি হয়। আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়, জাতীয় উৎসব এবং গ্রামীণ অন্যান্য উৎসবে অংশগ্রহণ শিক্ষার্থীদের ঝরে পড়া অনেকটাই রোধ করে। আমি মনে করি নিরাপদ, আনন্দদায়ক এবং আধুনিক প্রযুক্তি সহায়ক শ্রেণিকক্ষ সপ্নের স্কুলের জন্য অপরিহার্য বিষয়।