Loading..

উদ্ভাবনের গল্প

২৯ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

স্বপ্ন যখন সত্যি হয়।
আমার বিদ্যালয়ে প্রতিষ্ঠা বয়স ১২০ বছর। অর্থাৎ বিদ্যালয়টি স্থাপিত হয় ১৮৯৯ খ্রীঃ। দীর্ঘদিন যাবত গতবাধা একটি নিয়ম অর্থাৎ নাচের সাহায্যে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান ও অন্যান্য দিবসে ডিসপ্লে দেখানো হত। ভাবতে লাগলাম নতুনত্ব কি আনা যায়। বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকের সাথে পরামর্শ করে শিক্ষার্থীদের একটি নতুন আইডিয়া তৈরি করে ডিসপ্লের ধারণা দিলাম। তাদের আগ্রহে অভিভূত হলাম। নিজেরাই পরামর্শমত শুরু করে দিল। খানিক সহযোগীতা করলাম তাদের কে। নেত্রকোণার জেলা এম্বাসেডরবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়ের সভাপতি সহ অনেকেই প্রত্যক্ষ করে নতুন আইডিয়াকে অভিনন্দন জানাল। স্বধীনতা দিবসে আমার আইডিয়া সম্পৃক্ত ডিসপ্লেটি প্রদর্শন করার জন্য UNO মহোদয় বিদ্যালয় প্রধানকে নির্দেশনা দিলেন। এভাবে Innovation এর সাহায্যে আমার বিদ্যালয় সেরা পুরস্কার অর্জন করবে বলে দৃঢ় বিশ্বাস।