Loading..

উদ্ভাবনের গল্প

৩০ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

স্বপ্নের স্কুল গড়ি,নিজেকে দিয়ে শুরু করি-Kahoot App দিয়ে বহুনির্বাচনী পরীক্ষা পদ্ধতি বাস্তবায়ন

kahoot App উন্নত দেশ যেমন নিউজিল্যান্ড,আমেরিকা,থাইল্যান্ড,জাপান বহ বিশ্বের উন্নত দেশে বহুল প্রচলিত MCQ পরীক্ষা নেওয়ার একটি আদর্শ পদ্ধতি।SESIP এর সৌজন্যে সারা বাংলাদেশে স্থাপিত হয়েছ ৬৪০টি ICT Learning Center।সিরাজগঞ্জ শহরে অবস্তিত হাজী আহমাদ আলী আলিয়া কামিল মাদরাসা SESIP কর্তৃক প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার পরিপ্রেক্ষিতে  ICT Learning Cente   এর জন্য নির্বাচিত হয়।নির্বাচিত কিছু শিক্ষককে বিদেশেও পাঠানো হয়েছে।তারা বিবিন্ন দেশে গিয়ে দেখেছেন তারা kahoot App দিয়ে MCQ পরীক্ষা নিয়ে থাকেন।এরকম একজন শিক্ষক এর নিকট থেকে শিখে নিয়ে কাজটি শুরু করেছি।এতে দেখা যায় শিক্ষার্থীরা খেলতে খেলতে এমসিকিউ শিখে ফেলতে পারে। এবং শিক্ষার্থিরাও খুব উপভোগ করে থাকে বিষয়টি।আমি এই ভেবে আন্দিত যে-উন্নত দেশের পদ্ধতি বাংলাদেশেও চালু করতে পেরেছি।এ পদ্ধতিতে ইন্টাননেটে সংযুক্ত হয়ে একজন শিক্ষকের নিয়ন্ত্রনাধীন কম্পিউটার থেকে একাধিক ব্যবহারকারী MCQ পরীক্ষায় অংশ নিতে পারেন এবং তাৎক্ষণিক ফলাফল দেখা যায়।আশাকরছি এই এ্যবপটির ব্যবহার দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়বে।