Loading..

উদ্ভাবনের গল্প

৩০ জানুয়ারি, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

শিক্ষার্থীরা শ্রেণিতে নিজেদের মধ্যে আলোচনা করে নিজেরাই সমস্যার সমাধান বের করবে।

শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নিজেদের মধ্যে আলোচনা করে বাস্তব জিনিসকে হাতে ধরে দেখে তার বর্ণনা করবে। পুরা শ্রেণীকে আমি ৪-৬ গ্রুপে বিভক্ত করে কোন একটি বিষয়ের উপর মুক্ত আলোচনা করতে দেব। আবার কখনো যদি কম্পিউটারের মত কো বিষয়কে পড়াতে হয় তাহলে শ্রেণিতে একটি পিসি এনে তা শিক্ষার্থীদের দিয়ে খুলে তার প্রতিটি অংশের আলাদা আলাদা ব্যাখ্যা প্রদান করতে বলব। নির্দিষ্ট কাউকে দলনেতা বানাব না ববং একটি গ্রুপের যেকোন একজনকে গ্রুপের হয়ে কথা বলতে দেব।

 

নিজেরাই আলোচ্য বিষয়টিকে আলোচনা করবে এখান থেকে কোন প্রকার সমস্যার সম্মখিন হলে শিক্ষার্থীরা শ্রেণিতে নিজেদের মধ্যে আলোচনা করে নিজেরাই সমস্যার সমাধান বের করবে। শিক্ষক শুধু মনিটরিং করবেন।  

https://youtu.be/w3FGMXf2GEI