Loading..

উদ্ভাবনের গল্প

১০ ফেব্রুয়ারি , ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

হাতে কলমে শিখব কাজ ,কাজের মাঝে থাকবে উচ্ছ্বাস

হাতে কলমে শিখব কাজ

কাজের মাঝে থাকবে উচ্ছ্বাস

 

– এই প্রত্যয়ে বিশ্বাসী আমি সালসাবিল করিম চৌধুরী প্রভাষক, ইংরেজি,নোয়াপাড়া কলেজ, রাউজান , চট্টগ্রাম।

তাইতো পড়াশুনার পাশাপাশি কর্মমুখী শিক্ষায় শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে আমি আমার হাতের নাগালে যা কিছুই আছে তার মাঝেই  শিক্ষার উপকরণ খুঁজে নেই এবং তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের কারিগর হিসেবে গড়ে তুলতে চাই। আমি বিশ্বাস করি একজন মানুষ পড়াশুনার পাশাপাশি আরও অনেক দক্ষতা অর্জনের চেষ্টা করতে পারে। মানুষ সৃষ্টির সেরা জীব । আমি বিশ্বাস করি প্রকৃতির প্রতিটি জিনিষেই রয়েছে সম্ভাবনা । আমার আশেপাশে যা কিছু আছে তাই হবে আমার শিক্ষার্থীদের সফলগামী হওয়ার উপকরণ।গণ্ডীবাঁধা বইয়ের পড়া কেবল একজন সফল মানুষের হাতিয়ার হতে পারে না তাই আমি তাদের হাতের কাজে উৎসাহ দিতে পছন্দ করি।আমার এই কাজটি যা আপনারা দেখছেন এটির মাধ্যমে আমি চাই আমার এই গ্রামাঞ্চলের ঝরে পড়া শিক্ষার্থী থেকে শুরু করে সকল শিক্ষার্থী  নিজেরা নিজেদের সামর্থবান করে তুলতে পারবে। তারা ঘরে বসেই এসব হ্যান্ডিক্রাফট বানিয়ে আয় করতে পারবে এবং বিশেষ করে মেয়েরা যারা ঘরের বাহিরে কাজ করতে পারে না তারা বেশি উপকৃত হয় এধরণের শিক্ষা থেকে।এই হাতের কাজগুলো শেখার পর দেখা যাচ্ছে বিশেষ করে মেয়েরা ঘরে বসে বিভিন্ন ধরণের মোড়া , শো পিস ,পাখা ইত্যাদি তৈরী করছে এবং স্বাবলম্বী হচ্ছে অল্প বয়সেই।