Loading..

খবর-দার

০৮ এপ্রিল, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

একটি আক্ষেপ

মাদরাসা শিক্ষায় কয়েকটি স্তরের মধ্যে ইবতেদায়ী একটি স্তর। মাদরাসার ইবতেদায়ী স্তরের ছাত্র ছাত্রীরা কোন ধরনের উপবৃত্তি পায় না। অথচ প্রাইমারী স্কুলের সকল ছাত্র ছাত্রী উপবৃত্তির আওতায় আছে, যা দেখে মাদরাসার কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা বড় নি:শ্বাস ফেলে। সঙ্গত কারনে মাদরাসা বিমুখ হচ্ছে আমাদের প্রানের শিক্ষার্থীদের অভিভাবকগণ, যেটা অনাকাঙ্খিত বটে। যাই হউক বর্তমানে মাদরাসা শিক্ষা অনেক আধুনিকায়ন হয়েছে বলে আমি মনে করি। আমাদের মফস্বলের মাদরাসা গুলোয় যদি ইবতেদায়ী স্তরে ২০১৯ শিক্ষাবর্ষে উপবৃত্তির ব্যবস্থা হত তাহলে ছাত্র ছাত্রীতে ভরে যেত মাদরাসাগুলো।

বিষয়টি শিক্ষক বাতায়নের মাধ্যমে কর্তৃপক্ষের সূ-দৃষ্টি আকর্ষণ করছি।