Loading..

খবর-দার

১৮ এপ্রিল, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

মাদ্রাসা শিক্ষকদের মৌলিক সমস্যা নিয়ে কথা।
ফিরোজ আলম:প্রাইমারি স্কুলের ৮ম শেণী পাস পিয়ন যা বেতন পান এমপিওভুক্ত মাস্টার্স পাস করা সহকারি শিক্ষকের বেতন তা থেকে ও কম। তার পর ও প্রতি মাসের বেতন বিলেআয়কর স্লিপ জমা না দিলে বেতন উত্তোলন বন্ধ।প্রশ্ন হল এমপিওভুক্ত একজন শিক্ষক মাসে যতটাকা বেতন পান তা দিয়ে মাসের ২০দিন গেলেই শেষ।বাকী ১০ দিন যাদের নুনআনতে পান্তা ফুরায়,সংসারই ঠিকমত চলেনা তাদের ক্ষেত্রে আয়কর দেওয়া কতটুকুযৌক্তিক?দুই• এমপিওভুক্ত শিক্ষকদের হাস্যকর বাড়ি ভাড়া,২৫% উৎসব ভাতা,অবসর পরবর্তী অবসর ভাতা না পাওয়া সত্যিই লজ্জাজনক।তদুপরি ইনক্রিমেন্ট, বৈশাখী ভাতা,পূর্নাঙ্গ উৎসব ভাতা সরকার দেব দেব করেও বছর কাটিয়ে দিল।সম্প্রতি শিক্ষা মন্ত্রীর আশ্বাস দেওয়ার পরও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আশায় রাখে আমাদের । ৫% ইনক্রিমেন্ট আর ২০% বৈশাখী ভাতার জন্য সরকার এর দরকার হল৪০০ কোটি ৮৪ লাখ+ ১৩৩ কোটি ৬১ লাখ টাকা=৬০০ কোটি ৪৫ লাখ টাকা( তথ্য শিক্ষা মন্ত্রনালয়)।২০১৮ – ২০১৯ সালের বাজেটে এই খাতে সরকারের বাজেট আছে ৫০০ কোটি টাকা।বাকী ১৪৫ কোটি টাকা সরকার বন্দোবস্ত করলেই শিক্ষদের রাস্তায় নামার দরকার হয়না।তিন• শিক্ষকদের অবসরের ২৪৩৫৩ টি আবেদন জমা পড়ে আছে।এসব আবেদন সমাধান করতে দরকার ১৭৫৯ কোটি ২৫ লাখ টাকা(তথ্য- শিক্ষা মন্ত্রনালয়)।বর্তমানে এই খাতে সরকার থেকে অনুদান পাওয়া গেছে ৫৩২ কোটি টাকা+ এসটিডি হিসেবে জমা আছে ২১৬ কোটি টাকা+ এফডি আর হিসেবে জমা ১২৮ কোটি মোট ৮৭৬ কোটি টাকা।এই টাকা দিয়া ২০১৭ সালের জুন মাস পর্যন্ত ১৫০০০ অবসর ফাইল সমাধান সম্ভব।অথচ সরকার এখনো ২০১৫ সালে পড়ে আছে।বাকী ৯০০০ আবেদন সমাধান করতে সরকারের আরেকটি অনুদান হলেই অবসর সমস্যা সমাধান হয়ে যায়।চার• সরকার ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়( প্রায় ২০০০ ডলার মাথা পিছু আয়,বর্তমানে প্রায় ১৫০০ ডলার) ও ২০৪১ সালের মধ্যে উন্নত আয়ের দেশে ( মাথাপিছু আয় প্রায় ১০০০০ ডলার) পরিনত করতে চায়।সে জন্য দরকার হল জন সংখ্যাকে জনসম্পদে পরিনত করা।আর এটি করবে শিক্ষক সমাজ।সে লক্ষ্যে সরকার ২৬ হাজার ১৯৩ টি প্রাইমারি স্কুল,১৯২৩৩ টি স্কুলের মধ্যে ৩৬৯ টি স্কুল, ৪০০৭ টি কলেজের মধ্যে ২৯০ টি জাতীয়করনের ঘোষনা দিয়েছে ।এটি সুখবর ।কিন্তু ৯১২৫ টি মাদ্রাসা ও ৫৮৯৭ টি কারিগরি বিদ্যালয়ের একটি ও জাতীয়করন তালিকাতে এলনা।মাদ্রাসাকে বাদ দিয়ে কী ২০২১ সাল ও ২০৪১ সালের পরিকল্পনা বাস্তবায়ন কি করে সম্ভব?পাঁচ• দেশের ৩৮২৬২টি এমপিওভুক্ত প্রতিষ্ঠানে সরকারের মাসিক অনুদান ৯২৫ কোটি টাকা,বাৎসরিক প্রায় ১১ হাজার কোটি টাকা,সব গুলো প্রতিষ্ঠান জাতীয়করন করলে আরে লাগবে প্রায় ৫০০০ কোটি টাকা।প্রতিষ্ঠানের আয়,রিজার্ভ সরকার নিলেই ৬০০০ কোটি টাকার মত হবে।তাতে জাতীয়করন যেমনি সম্পন্ন হবে তেমনি ২০৪১ সালের উপযোগী উন্নত আয়ের স্বপ্নও বাস্তবায়িত হবে।