Loading..

খবর-দার

১২ জুন, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

****MS-XL TO MS-W MAILING**** (এক ক্লিকে তৈরী করুন প্রবেশ পত্র, নম্বর পত্র, আসন পত্র)

স্যার/ম্যাডাম ,

শুভেছা রইল আশা করি ভাল আছেন, গত কাল যে প্রযেক্টটি পোষ্ট করেছিলাম তা আজ কী ভাবে করতে হবে সেই ধাপ গুলো বর্ণনা করছি। (এটি একটি এ্যাডভান্স লেভেলের কাজ তাই আপনাকেও এ্যাডভান্স থাকতে হবে)। 

১। XL সিটে একটি রেজাল্ট সিট তৈরী করুন ।

২। MS-W ওপেন করুন ।

৩। একটি পেজ নিয়ে এক পেজে যে কয়টি তৈরী করতে চান সেই কয়টি টেবিল নিন, লে-আউট থেকে ডিসটিবিউট রো করে দিন।

৪। ১ম টেবিলে প্রবেশ পত্র, নম্বর পত্র, আসন পত্র আপুনি যে টি করতে চান সেটির ফরমেট তৈরী করুন।

৫। যে লেখা গুলো কমন থাকবে সে গুলো লিখে নিন।  

৬। যে ঘরে MAILING করতে চান সে ঘরে কারসার রেখে, MAILING +SELECT RECIPINTS + USE AN EXISTING LIST + যেখানে আমার  রেজাল্ট সিট আছে লোকেশন দেখিয়ে দিয়ে OK ক্লিক।

৭। INSERT MERGE FIELD জীবিত হবে এবং XL ফাইলের লেখা গলো দেখা যাবে। যে ঘরে যেটি যাবে সেইটিতে ক্লিক । সঠিক হয়েছে কিনা দেখার জন্য PREVIEW RESULTS এ ক্লিক।

৮। START MAIL MEARGE + LABELS এ ক্লিক + CANCEL এ ক্লিক+ UPDATE LABELS ক্লিক ৯। সবগুলো এক সাথে দেখার দেখার জন্য FINISH & MEARGE এ ক্লিক ।

এই ৯টি ধাপ সম্পন্ন করলেই আপনি আপনার কাংখীত ফলাফল পাবেন ।

ধন্যবাদ।