Loading..

প্রকাশনা

০৮ জুন, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

ayuskal gunche prithibi
আয়ুষ্কাল গুনছে পৃথিবী ইসমত আরা মমতাজ দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ক্ষয়িষ্ণু পৃথিবী ক্যালেণ্ডারের মলিন পাতায় হাতরে মরে আয়ুষ্কালের সীমানা প্রাচির খুঁজে খুঁজে,শেষে মনের বিলে জলতরঙ্গে ঝিলমিলানো স্বপ্নগুলোর শরীরে প্রাণ দেয় আর ঘ্রাণ খোঁজে সবুজের,অথচ পায় লোবানের তীব্রতা আর বিষাক্ত নিউক্লিয়ার স্বপ্ন দেহে অস্ত্রোপাচার চালায় আমার কবিতা লেখার কলমের ডগা দিয়ে,খুঁচিয়ে-খুঁচিয়ে টেনে-হিঁচড়ে জনসমক্ষে উম্মোচন করে নাড়ি-ভূঁড়ি স্বপ্ন লাশের। তারপর… খোঁজে কবে লিথি’র জলে গ্রীক পূ্রাণের মৃতাত্মাদের ভুলানো হত পূর্ব জীবন স্মৃতি,কবি ল্যাজারোসকে কবে নির্বাসন দিল বাস্তব পৃথিবী কবেই বা ট্র্য পুড়ে হল ছাই বিরহে হেলেনের। কবে নজরুল জেলে গিয়েছিল দোষে বিদ্রোহের কবে বিশ্ব কবির নোবেল নিয়ে পালিয়েছিল চোর ময়লা জমা স্মৃতির পাতায় কেঁদে বুক ভাসায় হুতাস-হাহাকারে পায় না খুঁজে উত্তর। শেষমেষ… নস্টালজিক পৃ্তহিবী ভোগে ভীষণ সিজোফ্রেনিয়ায় ভুলে যেতে বসেছে কোথা হতে জাত, শেষ কোথায় বুঝিবা মহাকশ এখনি তার সৌর-সদস্য পদ বাতিলের নোটিশ পাঠায়।তাই আমাকে ডাকে- কোথায় তুমি কবি?আঁকো তবে ছবি লেখনিতে তোমার,নির্মল নিসর্গে ভরা প্রশস্ত বুক আমার আর বিস্তির্ণ জলা-মাঠ,হাস্যোজ্জ্বল আকাশ,নিগুড় সবুজ আর অথৈ পাথার আমাকে দাও উপহার।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি