Loading..

খবর-দার

২৩ জুলাই, ২০১৯ ১২:০০ পূর্বাহ্ণ

এসডিজি-৪ লক্ষ্য অর্জনে খুলনা বিভাগের ICT4E অ্যাম্বাসেডর শিক্ষকদের ভূমিকা ও করণীয় শীর্ষক "আলোচনা সভা" নড়াইল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো

এসডিজি-৪ লক্ষ্য অর্জনে খুলনা বিভাগের ICT4E অ্যাম্বাসেডর শিক্ষকদের ভূমিকা ও করণীয় শীর্ষক "আলোচনা সভা" নড়াইল শিল্পকলা একাডেমিতে গত ১৯/০৭/১৯ তারিখে শেষ হলো।। স্বাগত বক্তব্যে ছিলেন প্রভাষক আনিসুর রহমান, ভেড়ামারা কলেজ, কুষ্টিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারী টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ জয়নাল আবেদীন খান স্যার। বিশেষ অতিথি ছিলেন এটুআই এর সংযুক্ত কর্মকর্তা সহযোগী অধ্যাপক মোহাম্মদ কবির হোসেন, ফরিদপুর টিটিসি'র সহযোগী অধ্যাপক মোঃ রোকনুজ্জামান সিকদার, ঢাকা টিটিসি'র প্রভাষক মির্জা দিদারুল আনাম, নড়াইল সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ ফজলুল হক। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন এটুআই এর ইয়ং প্রফেশনাল সবার প্রিয়মুখ অভিজিৎ সাহা স্যার। উক্ত অনুষ্ঠান সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়ারুল ইসলাম। খুলনা বিভাগের ১০ জেলার ১শ ৭২ জন অ্যাম্বাসেডরকে অনুষ্ঠানে পাওয়ার ব্যাংক উপহার দেয়া হয়।