Loading..

ভিডিও ক্লাস

০৮ অক্টোবর, ২০১৯ ১০:১৯ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি

১৬/০৯/২০১৯ সেনাবাহিনীর  যুদ্ধকালীন  সৈনিক মুক্তিযোদ্ধা মো. জসীম উদ্দিন (সিনিয়ার ওয়ারেন্ট অফিসার) বর্তমানে অবসরপ্রাপ্ত,  পিতাঃ আব্দুল জলিল মাস্টার, দক্ষিণ আকালিয়া, বাতাকান্দি, তিতাস,কুমিল্লা এর সাক্ষাৎকার নেন বাতাকান্দি সরকার সাহেব আলি আবুল হোসেন মেমোরিয়ালা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির  রিফাদুল হক ভূইয়া তামজিদ, মোহাম্মদ শাহীন আলাম, মোহাম্মদ নাইমুল ইসলাম, মো. জিহাদ হোসেন, মোহাম্মদ পিয়াস মাহমুদ, তোফিক এলাহী ইথার,মো. শরিফুল ইসলাম, সোহাগ,  মো. মাসুদ শিকদার, আব্দুল্লাহ আল ফয়সাল, ইব্রাহীম খলিল (ক্যামেরান ম্যান) এবং আল ইমরান। শিক্ষার্থীর দলটি মুক্তিযোদ্ধা মো. জসীম উদ্দিনকে যুদ্ধকালীন সময়ের পেক্ষাপট এবং মুক্তিযোদ্ধ বিষয়ক নানা প্রশ্ন করেন। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিভাবে এই জাতিকে উদ্বুদ্ধ করেছে তা প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছে শিক্ষার্থীগন।