Loading..

ভিডিও ক্লাস

০৮ অক্টোবর, ২০১৯ ১০:৩৫ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি

২৬/০৯/২০১৯ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানতে মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের বাসায় হাজির হন বাতাকান্দি সরকার সাহেব আলি আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির  শিক্ষার্থীদের দল 'তারামনবিবি'। এই দলের নেতৃত্ব দেন সপ্তম শ্রেণির 'খ' শাখার রোল নং ০১ সোনালী। সোনালীর সাথে আরো ছিলেন সুমাইয়া (রোল নং-১৯), ফারিয়া (রোল নং-২১), সাদিয়া (রোল নং-২৩), সূবর্ণা (রোল নং-২৫), জান্নাত (রোল নং-৩১), কনিকা (রোল নং-৩৩), রাদিয়া (রোল নং-৩৯) এবং  সুমাইয়া (রোল নং-৪০) । তারামন বিবি দলটি তিতাস উপজেলার ওমরপুর গ্রামের ছামাদ ভূইয়া এবং আরজু এর সন্তান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের সাক্ষাৎকার নেন। মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন শিক্ষার্থীদের সাথে তাঁর জীবনের ঘটে যাওয়া মুক্তিযোদ্ধের কাহিনী বলেন এবং শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। জাতির জনক বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের সাথে তার সখ্যতার কথা বলেন। তিনি বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে মুক্তিযোদ্ধে জাপিয়ে পড়েন।  যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মুক্তিযোদ্ধে আহত হয়েছেন। শিক্ষার্থীদের সাথে তিনি আন্তরিকতার মুক্তিযোদ্ধকালীন গল্প বলেন।